টেলিকম

আনলিমিটেড ইন্টারনেট, ৫০ টাকার কমে Reliance Jio -র সেরা ডেটা প্ল্যান দেখে নিন

Published on:

Reliance Jio under rs 50 data recharge plan starts 11 rupees

আজ আমরা আপনাকে Jio -র কয়েকটি সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাক সম্পর্কে বলবো। এই ডেটা প্যাকগুলি ৫০ টাকারও কম দামে উপলব্ধ। এর মধ্যে সবচেয়ে সস্তা ডেটা প্যাকের মূল্য ১১ টাকা। এছাড়াও একটি প্যাক রয়েছে যেখানে আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যায়।

Jio -র ৫০ টাকার কমে ডেটা প্যাক

আপনি যদি খুব কম দামে ডেটা উপভোগ করতে চান তবে জিও -র ডেটা প্যাকগুলি আপনার জন্য। আজ আমরা সংস্থার কয়েকটি সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাক সম্পর্কে বলবো। এই ডেটা প্যাকগুলি ৫০ টাকারও কম খরচে রিচার্জ করা যাবে।

WhatsApp Community Join Now

জিও -র ১১ টাকার ডেটা প্যাক

এটি জিও -র সবচেয়ে সস্তা ডেটা প্যাক। এই ডেটা প্যাকে কোম্পানি দিচ্ছে ১০ জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা। জিওর এই ডেটা প্যাকের বৈধতা ১ ঘণ্টা।

জিও -র ১৯ টাকার ডেটা প্যাক

জিও -র এই প্যাকে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ১ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্যাকের ভ্যালিডিটি ১ দিন।

জিও -র ২৯ টাকার ডেটা প্যাক

জিও -র এই প্ল্যানের ভ্যালিডিটি ২ দিন। এতে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২ জিবি ডেটা পাবেন।

জিও -র ৪৯ টাকার ডেটা প্যাক

জিও -র এই প্ল্যানের ভ্যালিডিটি ১ দিন। এখানে হাই স্পিড ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। এরপর ইন্টারনেট স্পিড কমে গেলেও আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন