মোবাইল

১০ হাজার টাকার রেঞ্জে সেরা স্মার্টফোন, Motorola G45 5G সেলে অনেক কমে কেনার সুযোগ

Published on:

Best smartphone Motorola g45 5g under 10000 rupees available in Flipkart republic day Bonanza Sale

আপনি যদি Motorola-র ফ্যান হন এবং ১০,০০০ টাকার রেঞ্জে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Flipkart-এর Republic Day Bonanza সেলে আপনার জন্য সেলা ডিল রয়েছে। এই ডিলে Motorola G45 5G আপনার বাজেটের মধ্যে কেনার সুযোগ পাওয়া যাবে। স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট রিপাবলিক ডে বোনানজা সেশে ডিভাইসটি ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এর জন্য ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

আবার আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে তবে মোটোরোলা জি৪৫ ৫জি কেনার সময় ৫% ক্যাশব্যাক আদায় করে নিতে পারেন। ২৬ জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে ফোনটি বাম্পার এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

WhatsApp Community Join Now

Motorola G45 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা জি৪৫ ৫জি হ্যান্ডসেটে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৫০০ নিট। এই ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ও অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত।

এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল লেন্স সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এছাড়া এই ডিভাইসে IP52 স্প্ল্যাশ প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন