মোবাইল

পিছনে ১০৮ মেগাপিক্সেল এবং সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, ৪০০০ টাকা ছাড়ে জনপ্রিয় ফোন

Published on:

Infinix note 40 5g with 108mp rear 32mp selfie camera phone discount offer rs 4000 in Flipkart sale

আপনি যদি ১৫,০০০ টাকার মধ্যে দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে ফ্লিপকার্ট রিপাবলিক ডে বোনানজা সেলের সুবিধা নিতে পারেন। এই সেলে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা ফোন Infinix Note 40 5G বিক্রি হচ্ছে ৪,০০০ টাকা ছাড়ে। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও এতে অ্যাপল আইফোনের ম্যাগসেফের মতো ম্যাগচার্জ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফ্লিপকার্টের এই সেলটি ২৬ শে জানুয়ারী পর্যন্ত চলবে। ফলে এটি সীমিত সময়ের অফার বলা যেতে পারে।

দুর্দান্ত ক্যামেরার Infinix Note 40 5G ফোনে সবচেয়ে বড় ছাড়

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইনফিনিক্স নোট ৪০ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৫,৯৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। যেখানে ফোনটি ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

WhatsApp Community Join Now

সরাসরি ৪,০০০ টাকা ডিসকাউন্ট ছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্রেতারা ইনফিনিক্স নোট ৪০ ৫জি পুরো ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সহ কিনতে পারবেন। অবসিডিয়ান ব্ল্যাক এবং টাইটান গোল্ড এই দুটি কালারে ডিভাইসটি বিক্রি হচ্ছে।

Infinix Note 40 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৪০ ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। ভার্চুয়াল র‌্যাম সাপোর্টের কারণে এই ডিভাইসে মোট ১৬ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

ফোনটি আইপি৫৩ রেটিং সহ এসেছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি রিভার্স ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 40 5G হ্যান্ডসেটের পিছনে ওআইএস সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। এছাড়া এর ট্রিপল ক্যামেরা সেটআপে উপস্থিত ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে স্টেরিও স্পিকার আছে, যা অডিও ব্র্যান্ড জেবিএল দ্বারা টিউনড করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন