মোবাইল

দেশবাসীর জন্য জলের দরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স, 28 ফেব্রুয়ারি হবে লঞ্চ

Published on:

Infinix Smart 9 HD ভারতে গত সপ্তাহে লঞ্চ হবে বলে জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এখন, ইনফিনিক্সের এই আসন্ন স্মার্টফোনটি জানুয়ারির শেষের দিকে ভারতে আসবে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, একই সূত্র থেকে ফোনটির লাইভ ফটো অফিসিয়াল লঞ্চের আগে ফাঁস হয়েছে, যা রঙের বিকল্প এবং ডিজাইন প্রকাশ করেছে।

Infinix Smart 9 HD কবে লঞ্চ হবে

সুধাংশু আম্ভোরকে সূত্র হিসাবে উদ্ধৃত করে ৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি আগামী ২৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে।তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

WhatsApp Community Join Now

Infinix Smart 9 HD ডিজাইন ও স্পেসিফিকেশন

লাইভ ইমেজ ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনকে কোরাল গোল্ড এবং মিন্ট গ্রিন কালার অপশনে দেখায়। রিপোর্টে আরও বলা হয়েছে, এটি মেটালিক ব্ল্যাক এবং নিও টাইটানিয়াম শেডেও পাওয়া যাবে। ব্যাক প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা মডিউলে ডুয়াল ক্যামেরা থাকবে।

Infinix Smart 9 HD Design

ইনফিনিক্স-এর নতুন ফোনটি তার সেগমেন্টে সবচেয়ে টেকসই মডেল হতে চলেছে। কারণ এটি ১.৫ মিটার দূরত্ব থেকে প্রতিটি সাইডে ড্রপ টেস্ট ও ২.৫০ লক্ষের বেশি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে ডুয়াল স্পিকার এবং ডিটিএস অডিও।

এছাড়া, স্মার্ট ৯ এইচডি-এর অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচার্স সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। এটি গত বছর ৫,৬৯৯ টাকায় লঞ্চ হওয়া স্মার্ট ৮ এইচডি-র তুলনায় সামান্য কয়েকটি আপগ্রেড অফার করবে বলে আশা হচ্ছে, যে হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা সেটআপ এবং ইউনিসক প্রসেসর রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন