মোবাইল

ফোনের উপর থেকে নজর সরাতে পারবেন না! বড় চমক নিয়ে হাজির হল Xiaomi

Published on:

xiaomi-15-custom-edition-rouge-red-color-launch-china

Xiaomi 15 চীনে গত বছরের অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। সেই সময় ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কালো, সাদা, সবুজ, লিলাক এবং সিলভার কালার অপশনে এসেছিল। আবার ফোনটির এক লিমিটেড ডায়মন্ড এডিশন আনা হয় যা আলাদা কিছু রঙে উপলব্ধ ছিল। আর এখন, চীনা নববর্ষ উদযাপনের জন্য আকর্ষণীয় রোগ লাল (Rogue Red) রঙে Xiaomi 15 রিলিজ হয়েছে।

Xiaomi 15 কাস্টম এডিশন Rogue Red কালারে

WhatsApp Community Join Now

চীনে নতুন বছরের আগমন উপলক্ষে শাওমির তরফে এই কাস্টম এডিশন ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি একে স্প্রিং ফেস্টিভাল গিফট হিসাবে অভিহিত করেছে। শাওমি ১৫ কাস্টম এডিশন চীনা নববর্ষের শুভেচ্ছাবার্তা সহ নতুন প্যাকেজিংয়ে সজ্জিত হয়ে এসেছে। তবে ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল এবং ম্যাট ব্ল্যাক ফ্রেমের সাথে সামগ্রিক ডিজাইন স্টান্ডার্ড মডেলের মতোই থাকছে।

Xiaomi 15: স্পেসিফিকেশন ও দাম

শাওমি ১৫ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশন সাপোর্ট সহ ৬.৩৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরে চলে ও ১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে এতে।

ফোনটি আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্স ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। ফটোগ্রাফির জন্য, শাওমি ১৫-এর পিছনে ট্রিপল ক্যামেরা বর্তমান। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। আর সামনে, ৩২ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে। চীনে এই ফোনের দাম ৪,৪৯৯ ইউয়ান থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,৫০০ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন