মোবাইল

৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যামের স্মার্টফোন, অফার হাতছাড়া করলে পস্তাবেন

Published on:

8gb ram Smartphone under 5000 rupees itel zeno 10 a50 available on amazon

আপনি যদি কম দামে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং ৮ জিবি র‌্যামের স্মার্টফোন কিনতে চান তাহলে আইটেলের দুটি ডিভাইস বেছে নিতে পারেন। আর এই দুই ফোনের নাম itel Zeno 10 এবং itel A50। ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ অ্যামাজন থেকে এই স্মার্টফোনগুলি কেনা যাবে মাত্র ৪,৯৪৯ টাকা থেকে। আসুন এদের সাথে কী কী অফার পাওয়া যাচ্ছে এবং ফোনগুলির ফিচার জেনে নেওয়া যাক।

itel Zeno 10

WhatsApp Community Join Now

আপনি যদি বেশি র‌্যাম সহ সস্তা স্মার্টফোন কিনতে চান তাহলে আইটেল জেনো ১০ কিনতে পারেন। এর ৩ জিবি র‌্যাম (৮ জিবি ভার্চুয়াল র‌্যাম অতিরিক্ত) + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৫,৭৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এরপর ফোনটি ৪,৯৪৯ টাকায় কেনা যাবে।

আইটেল জেনো ১০ এর ফিচার

এই আইটেল ফোনে আছে ৬.৬ এইচডি স্ক্রিন। এর পাশাপাশি ব্যাক প্যানেলে পাওয়া যাবে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল, যাতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এর প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফির জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। সিকিউরিটির জন্য আইটেল জেনো ১০ ডিভাইসে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

itel A50

আইটেল এ৫০ এর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি রম অ্যামাজনে বিক্রি হচ্ছে ৬,০৯৯ টাকায়। আপনি যদি এই ফোনটি আরও ৭৫০ সস্তায় কিনতে চান তবে ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এর পরে আপনি ৫,৩৪৯ টাকায় ফোনটি কিনতে পারবেন।

itel A50 এর ফিচার

আইটেল এ৫০ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি+আইপিএস এলসিডি স্ক্রিন। এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক টি৬০৩ অক্টা-কোর উপস্থিত। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ব্যাটারির কথা বললে, আইটেল এ৭০ ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন