ভারতে ঝড় তুলতে আসছে রিয়েলমির নতুন ফোন। এর নাম Realme 14T। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটির উপরে কাজ শুরু হয়েছে। এই স্মার্টফোনটি ভারতে Realme 14 Pro সিরিজের একটি অংশ বলে জানা গেছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে Pro এবং Pro+ মডেল এসেছে। আজ একটি নতুন রিপোর্টে Realme 14T হ্যান্ডসেটের কালার অপশন ও মেমোরি কনফিগারেশন ফাঁস করা হয়েছে। ভারতে ফোনটি ১২ জিবি পর্যন্ত র্যাম সহ পাওয়া যাবে। এছাড়া একটি সার্টিফিকেশন ওয়েবসাইটেও এই স্মার্টফোনকে দেখা গেছে।
Realme 14T এর কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট
গোপন সূত্রে খবর পেয়ে 91Mobiles তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, রিয়েলমি ১৪টি ভারতে RMX5078 মডেল নম্বর সহ লঞ্চ হবে। এটি লাইটনিং পার্পল, মাউন্টেন গ্রিন এবং অবসিডিয়ান ব্ল্যাকের মতো কালার অপশনে পাওয়া যাবে। রিয়েলমি ১৪টি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানানো হয়েছে: ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি।
রিপোর্টে বলা হয়েছে যে, এটি রিয়েলমি ১৪ সিরিজের একটি নতুন মডেল হবে, যদিও লাইনআপে এর অবস্থান বা এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।
এদিকে সম্প্রতি ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে Realme 14T ফোনকে। যদিও এখানে ডিভাইসটি RMX5079 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ এটি হ্যান্ডসেটটির আরেকটি ভ্যারিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে।
অন্য একটি খবরে, Realme 14x 4G নামের আরেকটি স্মার্টফোন গতকাল মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এর ওয়েবসাইটে RMX5020 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে এতে মোট ১৪টি ৪জি ব্যান্ড সাপোর্ট করবে। পাশাপাশি এতে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই এবং এনএফসির মতো ফিচারও পাওয়া যাবে। এর সামনে ৬.৬৭-ইঞ্চি স্ক্রিন দেখা যাবে এবং এটি রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।