Xiaomi 15 Ultra আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে শাওমির ফ্ল্যাগশিপ সিরিজে টপ মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে এটি। এতে Snapdragon 8 Elite প্রসেসর এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এখন ফোনটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। হাতে ধরে রাখা অবস্থায় Xiaomi 15 Ultra-র ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে।
Xiaomi 15 Ultra ডিজাইন
কার্তিকে সিং নামে একটি এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে শাওমি ১৫ আল্ট্রা-র ছবি প্রকাশ হয়েছে। এতে গত বছরের ১৪ আল্ট্রা মডেলের মতো বড় ক্যামেরা মডিউল দেখা পাচ্ছে। পোস্টে দাবি করা হয়েছে, এটি একমাত্র ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট যা ১ ইঞ্চি সেন্সরের সঙ্গে ২০০ মেগাপিক্সেলের পরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে।
Breaking: Your very first look at the Xiaomi 15 Ultra
The only Imaging Flagship with 1’inch + 200MP Periscope combo in 2025 pic.twitter.com/BS8ter5YV5
— Kartikey Singh (@That_Kartikey) January 24, 2025
রিয়ার প্যানেলে ম্যাট ফিনিশ রয়েছে বলে মনে করা হচ্ছে। ফোনের কোণগুলি গোল৷ শাওমি ১৫ আল্ট্রা-র ব্যাক প্যানেলের রঙ কালো এবং উপরের গোল ক্যামেরা মডিউলে লেইকা ব্র্যান্ডিং সহ চারটি সেন্সর রয়েছে। শাওমি কোম্পানির লোগো ডিভাইসটির বামদিকে ঠিক নীচে লম্বালম্বি ভাবে অবস্থান করছে।
ফটোগ্রাফির দিক থেকে সেরা অপশন হতে চলেছে এই ফোন। ১ ইঞ্চি প্রাথমিক ক্যামেরা ছাড়াও, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 বিল্ড থাকতে পারে।
সাম্প্রতিক একটি রিপোর্ট চীনের MIIT সার্টিফিকেশন ওয়েবসাইটে Xiaomi 15 Ultra-এর লিস্টিং প্রকাশ করেছে। সেখান থেকে জানা গিয়েছে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে ফোনটিতে যা, Xiaomi 15 সিরিজের অন্যান্য ফোনেও রয়েছে। কোম্পানির হাইপারওএস স্কিন সহ অ্যান্ড্রয়েড ১৫ সফটওয়্যারে চলবে বলে আশা করা হচ্ছে।