টেলিকম

এক রিচার্জে ৬ মাস নিশ্চিন্ত, Vodafone Idea -র জবরদস্ত রিচার্জ প্ল্যানের সামনে কুপোকাত জিও, এয়ারটেল

Published on:

Vi launches new 180 days validity recharge plan better than bsnl jio airtel

টেলিকম শিল্পের দৌড়ে তিন নম্বরে রয়েছে ভোডাফোন আইডিয়া। দেনায় ডুবে থাকা এই টেলিকম অপারেটর হাল ছাড়তে নারাজ। সম্প্রতি একটি নতুন রিচার্জ প্ল্যান এনে জিও এবং এয়ারটেলের উপর চাপসৃষ্টি করল Vi। এই রিচার্জ প্ল্যানে পাবেন ১৮০ দিন ভ্যালিডিটি। এরকমই একটা প্ল্যান রয়েছে বিএসএনএলেরও। তবে এবার কড়া টক্কর দিচ্ছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)।

ভিআই এর ১৮০ দিনের প্রিপেইড প্ল্যান

WhatsApp Community Join Now

দীর্ঘমেয়াদি প্ল্যানের বড় সুবিধা হল একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত থাকা যায়। ঘন ঘন রিচার্জ করার ঝক্কি নিতে হয় না, পাশাপাশি খরচও কিছুটা কম হয়। ভিআই এদিন যে প্ল্যানটি এনেছে তাতে পুরো ৬ মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS। এছাড়া পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা।

পাশাপাশি ভিআই যে অফার রয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, সেটিও অন্তর্ভুক্ত থাকবে। উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও রয়েছে। এই রিচার্জের দাম রাখা হয়েছে ১,৭৪৯ টাকা। দিন প্রতি গড়ে খরচ ৯.৭১ টাকা।

একই ভ্যালিডিটির রিচার্জ রয়েছে BSNL এর

বিএসএনএলেরও একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যেখানে ১৮০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সুবিধা রয়েছে ৯০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS। এই প্ল্যানের দাম ৮৯৭ টাকা। ভিআই এর প্ল্যানের তুলনায় প্রায় অর্ধেক। তবে ডেটা অনেকটাই কম।

প্রসঙ্গত, এই রিচার্জ প্ল্যান ছাড়াও ভিআই সম্প্রতি দুটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে। যার দাম ৪৭০ টাকা (৮৪ দিন ভ্যালিডিটি) এবং ১৮৪৯ টাকা (৩৬৫ দিন ভ্যালিডিটি)। এই দুই প্ল্যানে ডেটার সুবিধা নেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন