গাইড

PAN Download Aadhaar: আধার নম্বর দিয়ে প্যান কার্ড ডাউনলোড করবেন কীভাবে? এই সহজ পদ্ধতি জেনে নিন

Updated on:

How to download pan card using aadhaar card number

PAN Download: প্যান নম্বর ভুলে গেছেন বা কাছাকাছি প্যান কার্ড ও নেই? তাহলে চিন্তা করার কোনও কারণ নেই! আপনি এখন আপনার আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে প্যান কার্ড ডাউনলোড করতে পারেন। কীভাবে আধার নম্বর ব্যবহার করে আপনার প্যান কার্ড ডাইনলোড করা যাবে সেই পদ্ধতি ধাপে ধাপে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

আধার নম্বর দিয়ে প্যান কার্ড ডাউনলোড করার জন্য যা লাগবে –

WhatsApp Community Join Now

আপনার মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে। আধার-ভিত্তিক ওটিপি যাচাইয়ের জন্য আপনার মোবাইলটি হাতের কাছে প্রস্তুত রাখুন। ইন্টারনেট অ্যাক্সেস এবং একটি সক্রিয় ইমেল আইডি থাকতে হবে।

আধার নম্বর দিয়ে প্যান কার্ড ডাউনলোড করার পদ্ধতি –

প্রথমে অফিসিয়াল সাইটে ভিজিট করুন। আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে, হোমপেজেই আপনি “ইনস্ট্যান্ট ই-প্যান” অপশনটি দেখতে পাবেন। https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/instant-e-pan/getNewEpan

তারপর “Get New e-PAN” অপশনে ট্যাপ করুন। আবার “Get New e-PAN” বাটনে ক্লিক করুন।

আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি এন্টার করুন। এর পরে, আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে।

প্রাপ্ত OTP দিয়ে নিশ্চিত করুন। এবার আপনার আধারের সাথে আপনার প্যান কার্ডের বিবরণ যাচাই করার জন্য পরবর্তী পদক্ষেপটি বাধ্যতামূলক।

আধারের তথ্য সফলভাবে যাচাই করার পরে, আপনার প্যান-সম্পর্কিত তথ্য আপডেট করার বিকল্প থাকবে।

সমস্ত তথ্য নিশ্চিত হয়ে গেলে, আপনি “প্যান পিডিএফ ডাউনলোড করার” অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করলে, আপনার ই-প্যান কার্ডটি আপনার নিবন্ধিত ইমেল আইডিতে চলে আসবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন