Paris Olympics 2024: আজ আসতে পারে একাধিক মেডেল, দেখে নিন ২রা আগস্ট ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচি

তিরন্দাজি ও ব্যাডমিন্টন অবশ্যই হতাশ করেছে, তবে অষ্টম দিনে আরও অনেক খেলায় পদক প্রত্যাশিত।

Paris Olympics 2024 Day 8 Indian Team Full Schedule On 2Nd August

অলিম্পিক গেমসের সপ্তম দিনে অর্থাৎ ২ আগস্ট ভারতীয় দলের পারফরম্যান্স ছিল মিশ্র। দুটি পদক জয়ী মনু ভাকের তার তৃতীয় ইভেন্ট অর্থাৎ ২৫ মিটার দৈর্ঘ্যের মহিলাদের সিঙ্গল এয়ার পিস্তলের ফাইনালে জায়গা করে নিয়েছেন। ৩ আগস্ট পদকের জন্য লড়বেন তিনি। এছাড়া ভারতীয় হকি দলও অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। তিরন্দাজি ও ব্যাডমিন্টন অবশ্যই হতাশ করেছে, তবে অষ্টম দিনে আরও অনেক খেলায় পদক প্রত্যাশিত। একনজরে দেখে নেওয়া যাক ৩ অগাস্ট অলিম্পিকে ভারতের সূচি।

শ্যুটিং
মেয়েদের স্কিট কোয়ালিফিকেশন (প্রথম দিন): রেইজা ধিলোঁ, মহেশ্বরী চৌহান: দুপুর ১২.৩০
মহিলাদের ২৫ মিটার পিস্তল (ফাইনাল): মনু ভাকের (দুপুর ১টা)

তীরন্দাজি
মহিলা ব্যক্তিগত (১/৮ এলিমিনেশন): দীপিকা কুমারী বনাম মিশেল ক্রপেন (জার্মানি)
দুপুর ১.৫২
মহিলা ব্যক্তিগত (১/৮ এলিমিনেশন): ভজন কৌর বনাম দিয়ান্ডা চোইরুনিসা (ইন্দোনেশিয়া)
দুপুর ২.০৫