২০২৫ সালের বাজেট আজ ঘোষণা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় জানিয়েছেন যে, অসংখ্য ডিভাইস তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাস করছে সরকার। এর ফলে স্মার্টফোন, স্মার্ট টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সস্তা হতে চলেছে।
বাজেটে মোবাইল ফোনের শুল্ক কমানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতে তৈরি মোবাইল ফোনের দাম কমবে, যার সুফল পাবেন সরাসরি ক্রেতারা। নতুন স্মার্টফোন কিনতে তাদের কম খরচ করতে হবে। উল্লেখ্য, মোবাইল কোম্পানিগুলি বেশ কিছুদিন ধরে আমদানি শুল্ক কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিল।
লোকাল উৎপাদনের সুবিধা
ভারতে ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ের উপর জোর দেওয়া হবে। লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনকারী দেশীয় নির্মাতাদের উৎসাহিত করা হবে। এতে দেশে মোবাইল ব্যাটারি তৈরির খরচ কমবে। মোবাইল ফোনের পাশাপাশি এলইডি-এলসিডি টিভির মতো অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টের দামও কমানো হবে। এগুলির উপর আরোপিত শুল্কও হ্রাস করা হয়েছে।
উল্লেখ্য, বৈদ্যুতিক যানবাহন (ইভি) এবং স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার ইভি ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত ৩৫টি প্রয়োজনীয় প্রোডাক্ট এবং মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত ২৮টি প্রোডাক্টে ছাড় দেওয়া হবে। ফলে কম দামে ব্যাটারি তৈরি করা সম্ভব হবে।