আপনি যদি সেরা পোস্টপেড প্ল্যান রিচার্জ করতে চান তাহলে Jio এবং Airtel এর পোর্টফোলিওতে কম দামে দুর্দান্ত কিছু প্ল্যান উপলব্ধ রয়েছে। ৫৫০ টাকার কমে আসা এই প্ল্যানগুলিতে ৭৫ জিবি পর্যন্ত ডেটা, বিনামূল্যে কলিং এবং ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ এগুলি একথায় অলরাউন্ডার পোস্টপেড প্ল্যান। আসুন Jio এবং Airtel এর এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জিও-র পোস্টপেড প্ল্যান ৩৪৯ টাকা
মাসিক ৩৪৯ টাকার জিও পোস্টপেড প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। সাথে বিনামূল্যে জিও সিনেমা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
জিও-র ৪৪৯ টাকার পোস্টপেড প্ল্যান
এটা জিও-র ফ্যামিলি প্ল্যান। সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সিম এখানে ব্যবহার করা যাবে। এই প্ল্যানে ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে। অ্যাড-অন সিমের জন্য প্রতি মাসে ৫ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে সংস্থা। পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। জিও সিনেমার সাবস্ক্রিপশনও এই প্ল্যানে উপস্থিত।
এয়ারটেলের ৪৪৯ টাকার পোস্টপেড প্ল্যান
এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে বিনামূল্যে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানের সাথে আপনি এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের অ্যাক্সেসও পাবেন।
এয়ারটেলের পোস্টপেড প্ল্যান ৫৪৯ টাকা
এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে। আবার বিনামূল্যে এসএমএস সুবিধা আছে এবং ৬ মাসের অ্যামাজন প্রাইম বেনিফিট অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানে Disney+ Hotstar মোবাইলের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে। উপরন্তু, আপনি এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পাবেন।