মোবাইল

বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Asus Zenfone 12 Ultra, ফিচার জানুন

Published on:

Asus Zenfone 12 ultra render full specifications leaked

Asus Zenfone 12 Ultra আগামী ৬ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সম্প্রতি এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে রিয়েল-টাইম কল ট্রান্সলেশন সহ বিভিন্ন এআই-চালিত ফিচার থাকবে বলে জানানো হয়েছে। টিজারে আরও নিশ্চিত করা হয়েছে যে, এতে ৩.৫ মিমি হেডফোন দেওয়া হবে, যা আধুনিক ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত পাওয়া যায় না। এদিকে WinFuture.de তাদের লেটেস্ট পোস্টে Asus Zenfone 12 Ultra এর অফিসিয়াল রেন্ডার সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছে।

Asus Zenfone 12 Ultra এর ডিজাইন ও কালার অপশন

আসুস জেনফোন ১২ আল্ট্রা প্রিমিয়াম বিল্ড সহ ইউনিক ডিজাইন অফার করবে, যা আসুসের গেমিং সিরিজ থেকে আলাদা। নয়া ফোনের ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেল সেন্সর, ওআইএস এবং ইমেজ স্ট্যাবিলাইজেশনের মতো ফিচার অন্তর্ভুক্ত থাকবে। এটি কালো, সবুজ ও গোলাপি সহ বেশ কয়েকটি কালার অপশনে আসবে।

WhatsApp Community Join Now

Asus Zenfone 12 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

আসুস জেনফোন ১২ আল্ট্রাতে ৬.৭৮ ইঞ্চি স্যামসাং এলটিপিও ওএলইডি ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল এবং এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, যা গেমিং পরিস্থিতিতে ১৪৪ হার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৮ জিবি বা ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, আসুস ফোনে ৫০ মেগাপিক্সেল সেন্সর থাকবে, যা হার্ডওয়্যার-ভিত্তিক গিম্বল স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এছাড়াও এতে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩এক্স অপটিক্যাল জুম এবং ওআইএস সহ ৩২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে। এই ফোনে আরওজি ফোন ৯ প্রো এর অনুরূপ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

আসুস জেনফোন ১২ আল্ট্রাতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য এআই ফিচার থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন