মুখ্য সংবাদ

নেটওয়ার্ক না থাকলেও হবে ভিডিও কল, Vodafone -র প্রযুক্তিতে তাজ্জব বিশ্ব

Published on:

Vodafone world first satellite video call test sucessfully done

Vodafone সম্প্রতি ঘোষণা করেছে যে তারা স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের প্রথম স্যাটেলাইট ভিডিও কল (Satellite Video Call) করতে সক্ষম হয়েছে। ভোডাফোনের দাবি, এই ভিডিও কল দূরবর্তী কোনো স্থান থেকে করা হয়েছে এবং পুরো ইউরোপ জুড়েই এই বিশেষ প্রযুক্তি পাওয়া যাবে। চলতি বছরের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই প্রযুক্তি বাজারে চলে আসবে।

ইউরোপে ভোডাফোনের সিইও মার্গারিটা ডেলা ভ্যালেকে গত সোমবার ভিডিও কল করা হয়। কলটি কোম্পানির প্রকৌশলী রোয়ান চেশাম করেছিলেন, যিনি ওয়েলশ মাউন্টেড রেঞ্জের এমন একটি স্থানে ছিলেন যেখানে কোনও নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল না। বিশেষ স্যাটেলাইট প্রযুক্তিতে এই ভিডিও কল করা সম্ভব হয়েছে।

এরপর বুধবার এক সাক্ষাৎকারে এই ফোনালাপ নিয়ে কথা বলেছেন ভোডাফোন সিইও। তিনি বলেন, “আমরা শুধু স্যাটেলাইট পরিষেবা ব্যবহার করছিলাম, যা ব্যবহারকারীদের সাধারণ ডিভাইসে সম্পূর্ণ মোবাইল অভিজ্ঞতা প্রদান করে। আমরা দেখাতে চেয়েছিলাম যে ব্যবহারকারীরা স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে টেক্সট থেকে ভিডিও সবকিছু পাঠাতে পারে এবং এজন্যই আমরা একটি সম্পূর্ণ ভিডিও কল করেছি।” তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

স্যাটেলাইট ভিডিও কল প্রযুক্তি সরবরাহ করতে, ভোডাফোন এএসটি স্পেসমোবাইল পরিষেবার পাঁচটি ব্লুবার্ড স্যাটেলাইট ব্যবহার করছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে রয়েছে। এসব স্যাটেলাইটের সাহায্যে ব্যবহারকারীরা সাধারণ স্মার্টফোনে ১২০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন।

আসলে টেলিকম সংস্থাগুলি নেটওয়ার্ক কভারেজের সমস্যা সমাধান করার জন্য স্যাটেলাইট পরিষেবা নিয়ে কাজ করছে এবং Vodafone -ও এই দৌড়ে সামিল হয়েছে। লেটেস্ট ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে ব্যবহারকারীরা স্যাটেলাইট কানেক্টিভিটি বিকল্প পান। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং আইফোনে এই ফিচার আছে।