OnePlus Ace 5 এবং Ace 5 Pro জানুয়ারিতে চীনে প্রকাশ হয়েছিল। তবে গত বছর ডিসেম্বর থেকেই জল্পনা চলছিল যে, সংস্থাটি তাদের Ace সিরিজের অধীনে আরেকটি মোবাইল ফোন লঞ্চ করতে পারে। নতুন মডেলটির সঙ্গে Snapdragon 8s Elite প্রসেসর চালিত স্মার্টফোনগুলির প্রতিযোগিতা চলবে বলে দাবি করা হয়। এবার একটি সূত্র থেকে ওয়ানপ্লাসের আসন্ন Ace সিরিজের ফোনটির লঞ্চ টাইনলাইন প্রকাশ্যে এসেছে।
চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 5 এবং Ace 5 Pro ফোন দুটিতে যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite চিপসেট রয়েছে। এক চীনা টিপস্টারের দাবি, আসন্ন OnePlus Ace 5 সিরিজের ফোনটিতে ফ্ল্যাট স্ক্রিন এবং ডাইমেনসিটি প্রসেসর থাকবে। সম্পূর্ণ নতুন কুলিং প্রযুক্তি যোগ হওয়ার কারণে ফোনটির হিট-ডিসিপেশন ব্যবস্থা উন্নত হবে।
ওয়ানপ্লাস কোম্পানির নতুন ফোনটি হাই-পারফরম্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মগুলিতেও হাই স্কোর অর্জন করবে বলে মনে করা হচ্ছে। ফলে উচ্চ কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্য খুঁজছেন এমন ক্রেতাদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠবে। স্মার্টফোনটি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) মধ্যে বাজারে আসতে পারে।
ডিভাইসটিকে OnePlus Ace 5s নাকি Ace 5V নামে আসবে তা এখনও স্পষ্ট নয়। এতে Dimensity 9 সিরিজের চিপ থাকতে পারে, যা আসন্ন Dimensity 9350 প্রসেসর হতে পারে। ফোনে প্রায় ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ভাইব্রেশন মোটর, একটি শর্ট-ফোকাস অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্লাস্টিকের মিডল ফ্রেম থাকতে পারে।