মোবাইল

Smartphones: ১২ হাজার টাকার কমে ১২ জিবি র‌্যামের ফোন, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

Published on:

12GB RAM and 108mp camera Phones Under Rs 12000 From Flipkart Sale 2025

আপনি যদি বেশি র‌্যাম এবং দুর্দান্ত ক্যামেরার নতুন 5G ৫জি ফোন কিনতে চান তাহলে Infinix Note 40X 5G আপনার জন্য আদর্শ হতে পারে। এতে আছে ভার্চুয়াল র‌্যাম সহ মোট ২৪ জিবি র‌্যাম ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে এটি ১২ হাজার টাকারও কম দামে বাড়ি নিয়ে যাওয়া যাবে। ফোনটির ডিজাইনও দুর্দান্ত।

১২ হাজারেরও কম দামে ২৪ জিবি র‌্যামের ফোন

ভারতে লঞ্চের সময় ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫,৯৯৯ টাকা। তবে বর্তমানে ২৫৭ জিবি স্টোরেজ মডেল ফ্লিপকার্টে ১৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।

WhatsApp Community Join Now

শুধু তাই নয়, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি এর উপর ২০০০ টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই ছাড় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাচ্ছে। যদি ব্যাঙ্ক অফারের সুবিধা নেওয়া যায় তাহলে ফোনটি মাত্র ১১,৯৯৯ টাকায় বাড়ি আনা যাবে। ফ্লিপকার্ট এর সাথে এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।

Infinix Note 40X 5G ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি এর সামনে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট এবং ৫০০ নিটসের পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো ডায়নামিক পোর্ট ফিচার উপস্থিত। এখানে চার্জিং অ্যানিমেশন, লো ব্যাটারি ইন্ডিকেশন সহ বিভিন্ন তথ্য দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট, ইউএফএস ২.২ স্টোরেজ এবং ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম পাওয়া যাবে। এতে ভার্চুয়াল র‌্যাম ফিচারের সুবিধাও পাওয়া যাবে। এতে ১২ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যেখানে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে এসেছে। এতে ১৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন