টেলিকম

মহাকুম্ভ মেলার শরণার্থীদের বিনামূল্যে সিম দিচ্ছে BSNL, লক্ষ্য নিরবিচ্ছিন্ন পরিষেবা

Updated on:

Bharat Sanchar Nigam Limited provides free sims to mahakumbh 2025 pilgrims

মহা সমারোহে চলছে মহাকুম্ভ মেলা। এই মেলা উপলক্ষে শরণার্থীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বিনামূল্যে সিম দিচ্ছে BSNL। রবিবার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) মহাকুম্ভ তীর্থযাত্রীদের বিনামূল্যে সিম কার্ড প্রদান করছে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় টেলিকম অবকাঠামো স্থাপন করেছে।

এদিন মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, “মেলা প্রাঙ্গনে BSNL একটি আলাদা গ্রাহক পরিষেবা কেন্দ্র স্থাপন করেছে। যেখানে তীর্থযাত্রী এবং ভক্তরা ঘটনাস্থলে সহায়তা, অভিযোগ নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা পাবেন।”

WhatsApp Community Join Now

উল্লেখ্য, কুম্ভমেলায়, দেশের বিভিন্ন প্রান্ত তীর্থযাত্রীরা এসেছেন। তাদের নিজ নিজ সার্কেল থেকে বিনামূল্যে সিম কার্ড সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য জিও আনল দুর্দান্ত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ রয়েছে ভরপুর বিনোদন

আরও বলা হয়েছে যে, “যদি কোনও তীর্থযাত্রী তাদের সিম কার্ড হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, তাহলে তাদের তাদের নিজ রাজ্যে ফিরে যেতে হবে না। বিএসএনএল সারা দেশের সমস্ত সার্কেল থেকে মেলা এলাকায় সিম কার্ড সরবরাহের ব্যবস্থা করেছে।”

এক্ষেত্রে, জানিয়ে রাখি পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে বিএসএনএল। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, কুম্ভ এলাকায় ফাইবার সংযোগ, লিজড লাইন সংযোগ এবং মোবাইল রিচার্জের মতো পরিষেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে, বিভিন্ন রাজ্যের সিম কার্ড উপলব্ধ করা হয়েছে, যা কেবল তীর্থযাত্রীদেরই নয়, সেখানে মোতায়েন নিরাপত্তা বাহিনীকেও উপকৃত করেছে।

২০২৫ সালের মহাকুম্ভ মেলায় নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা নিশ্চিত করার জন্য, মেলা এলাকায় মোট ৯০টি বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) টাওয়ার সক্রিয় করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন