Xiaomi 15 Ultra বর্তমানে স্মার্টফোনের জগতে অন্যতম আলোচ্য বিষয়। ইতিমধ্যেই ডিভাইসটির ক্যামেরা ডিটেলস ও হ্যান্ড-অন ইমেজ ফাঁস হয়েছে। আবার আমেফিকার FCC ও ভারতের BIS সহ বেশ কিছু সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে ফোনটিকে। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং নিশ্চিত করেছিলেন যে এটি ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রকাশ হবে। তবে এতদিন লঞ্চের সঠিক তারিখ অজানা থাকলেও, এখন Xiaomi 15 Ultra-এর রিলিজের দিনক্ষণ ফাঁস হয়েছে।
Xiaomi 15 Ultra কবে লঞ্চ হচ্ছে
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে রিলিজ হওয়া একটি পোস্টার থেকে জানা গিয়েছে, শাওমি ১৫ আল্ট্রা চীনে ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় লঞ্চ হবে। শাওমির এই ফোনটি খুব সম্ভবত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিশ্ববাজারের জন্য উন্মোচিত হবে, যা ৩ মার্চ থেকে শুরু হয়ে ৬ মার্চ পর্যন্ত চলবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সার্টিফায়েড হওয়ার অর্থ, এটি ভারতেও আসবে।
Xiaomi 15 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)
শাওমি ১৫ আল্ট্রা কোম্পানির টপ ফ্ল্যাগশিপ হিসাবে বাজারে আসতে চলেছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে, যা পূর্বসূরী মডেল অর্থাৎ শাওমি ১৪ আল্ট্রায় ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের তুলনায় বড় আপগ্রেড। নতুন ফোনটি অন্তত ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী মডেলেও একই মেমরি অপশন উপলব্ধ ছিল।
শাওমির আসন্ন ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চীনের ৩সি সার্টিফিকেশন থেকে এমনটাই জানা গিয়েছে। এছাড়া, এটি একমাত্র ইমেজিং ফ্ল্যাগশিপ হবে যা ১ ইঞ্চি প্রাইমারি সেন্সর ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা অফার করবে। গত বছর ১৪ আল্ট্রা ভারতে ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এই বছর এটির উত্তরসূরী ভারতে এলে কাছাকাছি দাম থাকবে বলে আশা করা যায়।