মোবাইল

108MP ক্যামেরা, সঙ্গে 6,600mah ব্যাটারি, সেরা ফিচার্স নিয়ে দেশে আসছে Honor X9c

Published on:

honor-x9b-5g-amazon-india-listing-launch-soon

Honor 200 Lite গত বছরের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। তারপর থেকে, ব্র্যান্ডটি এদেশে নতুন কোনো ফোন রিলিজ করেনি। তবে আজ আমাজন ই-কমার্স সাইটে একটি ল্যান্ডিং পেজ লাইভ করে নতুন ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। পেজে কোনও নাম উল্লেখ না থাকলেও ডিজাইন দেখে বুঝতে অসুবিধা হয় না যে, ফোনটি আসলে Honor X9c 5G। এটি ২০২৪ সালের Honor X9b-এর উত্তরসূরি হতে চলেছে।

Honor X9c 5G-এর আমাজন ল্যান্ডিং পেজে উপলব্ধ ছবিগুলি ইঙ্গিত দিয় যে এতে OIS+EIS সক্ষম মেইন ক্যামেরা এবং দ্রুত চার্জিং সমর্থন সহ বড় ব্যাটারি রয়েছে। আর পিছনে একটি গোলাকার ক্যামেরা মডিউল ও সামনে কার্ভড স্ক্রিন রয়েছে। এই ডিজাইন Honor X9c 5G ফোনের সাথে মিলে যায়, যেটি ২০২৪ সালের নভেম্বরে মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করেছিল।

WhatsApp Community Join Now

সূত্রের দাবি, ডিভাইসটি ১৫ ফেব্রুয়ারি অফিশিয়ালি ভারতে লঞ্চ হবে। Honor X9c 5G-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং, ৪০০০ নিট পিক ব্রাইটনেস। ফোনটি Snapdragon 6 Gen1 প্রসেসরে চলে৷ সঙ্গে ১২ জিবি জিবি + ২৫৬ জিবি /৫১২ জিবি স্টোরেজ অপশন উপলব্ধ। ৬৬ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ ৬,৬০০ এমএএইচ ব্যাটারিও আছে।

ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনের ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সল Samsung HM6 প্রাইমারি ক্যামেরা, ও একটি ৮ মেগাপিক্সল আল্ট্রা-ওয়াইড লেন্স বর্তমান। সেলফির জন্য, সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি Android 14 ভিত্তিক Magic OS 8.0 কাস্টম স্কিনে চলে এবং নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মালয়েশিয়াতে এই ফোনের দাম ৩৩৫ রিঙ্গিত থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,২০০ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন