নানা ক্ষেত্রে চমক দিলেও কিছু জায়গায় ছন্নছাড়া Samsung Galaxy S25 Ultra। এটি নতুন S25 সিরিজের টপ ভ্যারিয়েন্ট। এই ফোনের ফ্যাকাশে রঙ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়া স্মার্টফোন নিয়ে তুমুল চর্চার মাঝে, এই খামতি যেন মনে ধরেনি ব্যবহারকারীদের। যে কারণে সমালোচনার মুখে পড়েছে স্যামসাং।
Samsung Galaxy S25 Ultra চারটি রংয়ে উপলব্ধ – টাইটানিয়াম সিলভারব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম হোয়াইট সিলভার। যদিও এই শেডগুলি সামগ্রিক ভাবে আকর্ষণীয়, কিন্তু বেশ ম্লান এবং একে অপরের থেকে আলাদা করা কঠিন, অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়ায় আরও পোস্ট করা হয়েছে যে, মডেলটিকে তুলে ধরতে পারে এমন একটি প্রাণবন্ত ‘হ্যালো’ রঙের অনুপস্থিতি রয়েছে, যা গ্যালাক্সি নোট ২০ আল্ট্রাতে মিস্টিক ব্রোঞ্জ বা গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-তে বোরা পার্পলের মতো আগের বিকল্পগুলির সাথে সাদৃশ্যপূর্ণ।
আরও পড়ুনঃ ডিসকাউন্টের চক্করে কিনবেন না Samsung ফোন, আপডেট পাবেন না, লিস্ট দেখুন
উল্লেখ্য, এর আগে বিজ্ঞাপনে বিশেষভাবে প্রদর্শিত স্যামসাংয়ের হ্যালো রঙগুলি যে তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলিতে একটি অনন্য পরিচয় এনে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে, এই বছর, শুধু সিলভার ব্লু রঙটি সবথেকে বেশি আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। যদিও অনেকেই মনে করেন যে এই মডেলে অতীতের আইকনিক শেডগুলির প্রভাব নেই।
এই সিরিজের অন্যান্য মডেলগুলির সঙ্গে যদি তুলনা করেন, তাহলে Galaxy S25 এবং S25 প্লাস মডেলগুলি প্রাণবন্ত রংয়ে উপলব্ধ। যা আল্ট্রা ব্যবহারকারীদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তাঁদের একাংশ আরও আকর্ষণীয় কিছু আশা করেছিলেন। অনেকের অভিমত যে স্যামসাং তার ফ্ল্যাগশিপ লাইনআপে আরও উজ্জ্বলতা আনার বড় সুযোগ হাতছাড়া করল।