অটোকার

পকেটে ১০ হাজার থাকলেই বাড়িতে আসবে Hero Splendor, এই হিসাবটা জেনে রাখুন

Published on:

buy-hero-splendor-for-just-rs-10000-complete-guide

ভারতীয় বাজারে দু’চাকার বাইকের ক্ষেত্রে হিরো মটোকর্পের মোটরসাইকেল এবং স্কুটারগুলি ধারাবাহিকভাবে জনপ্রিয়। বিশেষ করে Hero Splendor Plus। এটি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক। এর কারণ বাইকের দুর্দান্ত মাইলেজ। আপনি যদি হিরো স্প্লেন্ডার প্লাস কেনার কথা ভাবেন, কিন্তু কম বাজেটের কারণে পিছুপা হোন, তাহলে এই EMI প্ল্যানের মাধ্যমে মোটরসাইকেলটি কিনতে পারেন।

১০ হাজার টাকায় যেভাবে Hero Splendor Plus কিনবেন

WhatsApp Community Join Now

মাত্র ১০,০০০ টাকার ডাউন পেমেন্টের মাধ্যমে Hero Splendor Plus কিনতে পারবেন। ডাউন পেমেন্ট করার পর তারপরে নির্দিষ্ট মাসিক কিস্তি দিতে হবে। Hero Splendor কেনার জন্য প্রয়োজনীয় ইএমআই এর অঙ্ক এবং মোট প্রদেয় সুদের পরিমাণ হিসাব করা হল প্রতিবেদনে।

বর্তমানে হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেলের দাম ৭৬,৩০৬ টাকা (এক্স-শোরুম)। দিল্লির ক্ষেত্রে অতিরিক্ত খরচের মধ্যে RTO (রোড ট্রান্সপোর্ট অফিস) ফি বাবদ ৬,১০৪ টাকা এবং রোড ট্যাক্স বাবদ ৬,১৬৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। সবমিলিয়ে মোট অন-রোড প্রাইস প্রায় ৮৮,৫৭৯ টাকা পড়বে।

১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করলে, আপনাকে বাকি ৭৮,৫৭৯ টাকা ঋণের মাধ্যমে অর্থায়ন করতে হবে। বার্ষিক সুদের হার ১০.৫ শতাংশ ধরে নিলে, ৩৬ মাস ধরে মাসিক কিস্তি হবে প্রায় ২,৫৫৪ টাকা। মনে রাখবেন, এই ইএমআই এর হিসাব একটি আনুমানিক পরিসংখ্যান। আপনি আপনার এলাকায় দামের ভিত্তিতে তা সাজিয়ে নিতে পারেন।

আরও পড়ুনঃ ছক্কা হাঁকিয়ে নতুন বছরে কামব্যাক, জানুয়ারি মাসে বিক্রি বাড়ল Hero, Royal Enfield-দের

Hero Splendor Plus: ইঞ্জিন ও মাইলেজ

এই বাইকে রয়েছে ৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন৷ এই ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৭.৯১ বিএইচপি ক্ষমতা ও ৬,০০০ আরপিএমে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। চার গতির ম্যানুয়াল গিয়ারবক্স উপলব্ধ। মোটরসাইকেলটি প্রতি লিটার পেট্রলে ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন