মুখ্য সংবাদ

আইফোনের ফিচার এবার অ্যান্ড্রয়েডে, বড় চমকের সঙ্গে আসছে Nothing Phone 3a

Published on:

nothing phone 3a camera button teaser launch specs

লন্ডন ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড নাথিং আগামী ৪ মার্চ ভারত সহ বিশ্বজুড়ে Nothing Phone (3a) সিরিজ লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে, সংস্থা আপকামিং স্মার্টফোনটির নানা তথ্য সামনে আনতে শুরু করেছে। গত মাসে ফোনটির ব্যাক প্যানেলের একঝলক দেখিয়েছিল তারা। এবার সাইড প্যানেলের ছবিও প্রকাশ করেছে নাথিং।

নাথিং তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি টিজার ছবি শেয়ার করেছে। যা দেখে অনুমান,  Nothing Phone (3a) এর পাশে iPhone-এর মতো অ্যাকশন বোতাম থাকতে পারে। এটি ক্যামেরা চালু করতে এবং ছবি তুলতে ব্যবহার করা যেতে পারে। টিজারের “আপনার দ্বিতীয় স্মৃতি, এক ক্লিক দূরে” ট্যাগলাইন সেই দিকেই ইঙ্গিত করছে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, গত মাসে একটি পৃথক পোস্টে, নাথিং নতুন ফোনটির ক্যামেরা ডিজাইনের এক ঝলক দেখানোর জন্য গ্লিফ ইন্টারফেস প্রদর্শন করেছিল। Nothing Phone 2a গত বছরের মার্চে ২৩,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল, যেখানে Nothing Phone (2a) প্রকাশ হয়েছিল জুলাইতে। তখন দাম রাখা হয়েছিল ২৪,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন

Nothing Phone (3a) স্পেসিফিকেশন (সম্ভাব্য)

নাথিং ফোন (৩এ) সম্পর্কে খুব বেশি তথ্য এখন উপলব্ধ নেই। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এতে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। সামনের ক্যামেরাটি হবে ৩২ মেগাপিক্সেলের। ব্যাটারি ক্যাপাসিটি হবে ৫,০০০ এমএএইচ। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন