আপনি যদি সেরা সেলফি ক্যামেরার কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে Dxomark এর রেটিংয়ের উপর ভরসা করতে পারেন। এই ক্যামেরা রেটিং প্ল্যাটফর্মটি স্মার্টফোনের ক্যামেরাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে এবং তারপরে সেগুলিকে র্যাংকিং অনুযায়ী ওয়েবসাইটে তালিকাভুক্ত করে। এই প্রতিবেদনে আমরা Dxomark এর সেরা সেলফি ক্যামেরা ফোনের লিস্ট শেয়ার করবো। এখান থেকে আপনি আপনার সেরা মডেলটি বেছে নিতে পারেন।
সেরা ১০ সেলফি ক্যামেরা ফোন
Apple iPhone 16 Pro Max
ডিএক্সওমার্ক র্যাংকিংয়ে ১৫১ সেলফি ক্যামেরা পয়েন্ট পেয়েছে অ্যাপলের লেটেস্ট ডিভাইসটি। এর প্রাইমারি ক্যামেরার স্কোর ১৫৭ পয়েন্ট।
Honor Magic6 Pro
অনার স্মার্টফোনটিও সেলফি ক্যামেরার ক্ষেত্রে ১৫১ পয়েন্ট পেয়েছে, যেখানে এর প্রাইমারি ক্যামেরার স্কোর ১৫৮ পয়েন্ট, অর্থাৎ আইফোন ১৬ প্রো ম্যাক্সের থেকেও ভালো।
Apple iPhone 15 Pro Max
গত বছর লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৫ লাইনআপের সবচেয়ে শক্তিশালী ডিভাইসটি ১৪৯ পয়েন্ট নিয়ে সেরা সেলফি ক্যামেরা ফোনের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে। এর প্রধান ক্যামেরা পেয়েছে ১৫৪ পয়েন্ট।
Apple iPhone 15 Pro
আগের ডিভাইসের মতো একই ক্যামেরা সেটআপ থাকার কারণে, আইফোন ১৫ প্রো মডেলটিও লিস্টে আছে এবং ১৫ প্রো ম্যাক্সের মতো একই ক্যামেরা পয়েন্ট অর্জন করেছে।
Google Pixel 9 Pro XL
গুগল পিক্সেল লাইনআপের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনটি তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে এবং সেলফি ক্যামেরার জন্য এটি ১৪৮ পয়েন্ট পেয়েছে। আর এর প্রাইমারি ক্যামেরা পেয়েছে ১৫৮ পয়েন্ট।
Apple iPhone 14 Pro Max
১৪৫ সেলফি ক্যামেরা পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স। প্রায় দুই বছরের পুরানো এই ডিভাইসটি পেয়েছে ১৪৬ প্রাইমারি ক্যামেরা পয়েন্ট।
Apple iPhone 14 Pro
দুই বছরের পুরানো এই ডিভাইসটিও আগের মডেলের মতোই পয়েন্ট রয়েছে। তালিকার সপ্তম স্থানে রয়েছে এটি।
আরও পড়ুনঃ সেরা ক্যামেরা সহ তুখোড় পারফরম্যান্স, Oppo, OnePlus ও Honor ফোনে বাম্পার ছাড়
Google Pixel 8 Pro
গুগল পিক্সেল লাইনআপের এই ডিভাইসটি ১৫৩ প্রাইমারি ক্যামেরা পয়েন্ট এবং ১৪৫ সেলফি ক্যামেরা পয়েন্ট পেয়েছে।
Huawei Mate 50 Pro
১৪৫ সেলফি ক্যামেরা পয়েন্ট ও ১৪৩ প্রাইমারি ক্যামেরা পয়েন্ট নিয়ে ডিএক্সওমার্ক সেরা সেলফি ক্যামেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে মেট ৫০ প্রো।
Apple iPhone 14 Plus
তালিকার দশম স্থান থাকা আইফোন ১৪ প্লাস ১৪৫ সেলফি পয়েন্ট পেয়েছে। এটি ২০২২ সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল।