অটোকার

বাইকে স্টাইল ও পারফরম্যান্স দুটোই চাই? সস্তায় সেরা বিকল্প Bajaj Pulsar N160

Published on:

bajaj-pulsar-n160-powerful-affordable-sports-bike-best-style-performance

দেশে দু’চাকার বাজারে Bajaj Pulsar N160 একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে। বিশেষ করে সেইসব রাইডারদের জন্য আদর্শ যাঁরা স্টাইল, পারফরম্যান্স এবং আরামের সেরা মিশ্রণ চাইছেন। গত কয়েক বছরে বাজাজ তার পালসার সিরিজকে একটি নতুন চেহারা দিয়েছে। আর সেই লাইনআপে N160 তার আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী বৈশিষ্ট্যগুলির মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

বাইকের ডিজাইন

WhatsApp Community Join Now

বাইকটির সামনের দিকে রয়েছে আধুনিক LED হেডলাইট এবং তীক্ষ্ণ ডিজাইন। যা এর সামগ্রিক স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইকের ট্যাংকের ডিজাইনও বেশ পেশীবহুল এবং অ্যারোডাইনামিক।

বাইকের পারফরম্যান্স

দীর্ঘ ভ্রমণের জন্য Bajaj Pulsar N160-এ রয়েছে একটি শক্তিশালী ১৬০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা ১৬ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। বাজাজের দাবি, এতে ভালো পিক-আপ এবং দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়া পাবেন একটি পাঁচ স্পিড গিয়ারবক্স।

আরও পড়ুনঃ Hyundai-এর বাম্পার অফার, 68000 টাকা পর্যন্ত ছাড় মিলছে বেশি মাইলেজের গাড়িতে

বাইকের ফিচার্স

মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা। হ্যান্ডলিং এবং সাসপেনশন সিস্টেমও আগের থেকে উন্নত করা হয়েছে বলে দাবি করেছে বাজাজ। এতে একটি নতুন টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার সিস্টেম রয়েছে, যা পাথুরে রাস্তার জন্য আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। ব্রেকিং সিস্টেমে ডিস্ক ব্রেকও পাওয়া যাবে। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটিও।

বাইকের দাম

ভারতে Bajaj Pulsar N160 এর এক্স-শোরুম দাম ১.৩৩ লাখ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন