মোবাইল

দুর্ধর্ষ ফিচার্সের পর এবার চোখধাঁধানো দেখতে ফোন লঞ্চ করছে Realme, ফাঁস হল ছবি

Published on:

realme p3 pro camera design features leak

Realme P3 সিরিজ ভারতে আসতে আর খুব বেশি দেরি নেই। এই মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়ে অনলাইন উপলব্ধতা নিশ্চিত করেছে। সিরিজে মোট চারটি মডেল আসবে বলে আশা করা হচ্ছে — Realme P3, P3 Pro, P3 Ultra, ও P3x। সবার আগে Pro ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। আর এখন সেই জল্পনা বাড়িয়ে Realme P3 Pro ফোনটির ডিজাইন ফাঁস হয়েছে।

Realme P3 Pro স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে

টিপস্টার মুকুল শর্মা তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রিয়েলমি পি৩ প্রো-এর ছবিগুলি শেয়ার করেছেন। বৃত্তাকার ক্যামেরা মডিউলটি বাদ দিয়ে স্মার্টফোনটি একটি প্রতিরক্ষামূলক কেস দিয়ে ঢাকা রয়েছে। অর্থাৎ ডিজাইন গোপন রাখতেই এমন উদ্যোগ। ক্যামেরাগুলি ত্রিকোণভাবে অবস্থিত। সেন্সর রয়েছে দুটো। উপরে একটি এলইডি ফ্ল্যাশ রিং দেখা যাচ্ছে।

WhatsApp Community Join Now

Realme P3 Pro Design

রিয়েলমি পি৩ প্রো মডেলের ক্যামেরা মডিউলের মধ্যে ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্টেবালাইজেশন, এফ/১.৮ অ্যাপারচার, ২৪ মিমি ফোকাল লেংথ, এবং হাইপারইমেজ+ টেক্সট খোদিত করা আছে। আরেকটি ছবিতে, ফোনের ডান প্রান্তে ভলিউম কী এবং পাওয়ার বাটন দেখা গিয়েছে। প্রতিটি ছবিতে ফোনটির ব্লু কালার অপশন দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ অ্যামাজনের ভুল? ৫০ হাজার টাকা ডিসকাউন্টে Samsung Galaxy S23 ফোন

Realme P3 Pro-তে জিটি বুস্ট ফিচার থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি স্থিতিশীল ফ্রেম রেট, উচ্চ ফ্রেম রেট সাপোর্টের পাশাপাশি, অভ্যন্তরীণ তাপমাত্রা অপ্টিমাইজ করবে। ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স মিলবে। ডিভাইসটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। এছাড়া, স্যাটার্ন ব্লু, গ্যালাক্সি পার্পেল, ও নেবুলা ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন