ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। বিশ্বের ৩.৫ বিলিয়নেরও বেশি মানুষ এটি ব্যবহার করে। সহজ ইন্টারফেস এবং নিরাপদ ফিচার একে চ্যাটিং, ভিডিও কলিং বা ভয়েস কলিংয়ের জন্য জনপ্রিয় একটি অ্যাপে পরিণত করেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে মেটা মালিকানাধীন অ্যাপটি নিয়মিত নতুন নতুন আপডেট নিয়ে এসে থাকে।
কোটি কোটি WhatsApp ব্যবহারকারীর জন্য সম্প্রতি একটি নতুন ফিচার এনেছে সংস্থা। নতুন ফিচারটি আইওএস অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইস ব্যবহারকারীকে সুবিধা দেবে। আসলে প্রাইভেসির কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি কিছু মাস আগে ভিউ ওয়ান্স ফিচার এনেছিল। এবার এই ফিচারে নতুন বৈশিষ্ট্য যোগ হল।
WhatsApp এর ভিউ ওয়ান্স ফিচারে যুক্ত হল নতুন বৈশিষ্ট্য
হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার এবং আপডেট সরবরাহকারী প্ল্যাটফর্ম Wabetainfo জানিয়েছে যে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা এখন লিঙ্কযুক্ত ডিভাইসেও ভিউ ওয়ান্স মিডিয়া ফাইলগুলি অ্যাক্সেস করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আপাতত বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার লঞ্চ করেছে। বিটা টেস্টিংয়ের পর সমস্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি লঞ্চ করা হবে।
আরও পড়ুনঃ WhatsApp এ পাবেন চ্যাটজিপিটি ফিচার, ইমেজ ও ভয়েস রের্কড পাঠিয়েও কথা বলা যাবে
হোয়াটসঅ্যাপ তাদের লেটেস্ট ফিচারের নাম দিয়েছে ভিউ ওয়ান্স মিডিয়া অন লিঙ্কড ডিভাইসেস। এর মাধ্যমে ব্যবহারকারীরা সংযুক্ত ডিভাইসগুলিতে ভিউ ওয়ান্স মিডিয়া দেখতে সক্ষম হবেন। আগে এই ধরনের ফাইল শুধুমাত্র প্রাথমিক ডিভাইসে অ্যাক্সেস করা যেত।
ভিউ ওয়ান্স ফিচারটি কী?
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি ব্যবহারকারীদের তাদের গোপনীয়তা বজায় রাখার সুবিধা দেয়। যদি কোনো ব্যবহারকারী ভিউ ওয়ান্স বৈশিষ্ট্য সহ কোনো মিডিয়া ফাইল প্রেরণ করে তবে প্রাপক কেবল একবার এটি দেখতে সক্ষম হবে। ফাইলটি দেখার পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান্স মিডিয়া ফাইলগুলির স্ক্রিনশটও ব্লক করে।