মোবাইল

Xiaomi খারাপ খবর শোনালো, Redmi বা Poco-র এই ফোন ব্যবহার করলে সাবধান

Published on:

Xiaomi adds new redmi poco smartphones in end of life list

Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর। সংস্থাটি তাদের এন্ড-অফ-লাইফের লিস্টে আরও বেশ কয়েকটি ডিভাইস যুক্ত করেছে। উল্লেখ্য, এন্ড-অফ-লাইফের লিস্টে থাকা ডিভাইসগুলি আর কোম্পানির থেকে লেটেস্ট আপডেট পায় না। গত অক্টোবরে Xiaomi Pad 5 ট্যাবলেট এবং Redmi Note 11 Pro সিরিজের স্মার্টফোনের জন্য সাপোর্ট বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। এবার শাওমি এন্ড-অফ-লাইফের লিস্টে যুক্ত হয়েছে রেডমি এবং পোকোর জনপ্রিয় স্মার্টফোন।

এই ডিভাইসগুলিতে আর আপডেট আসবে না

গতকাল এন্ড অব লাইফের লিস্টে রেডমি ও পোকোর মোট ৯টি স্মার্টফোনকে যুক্ত করেছে শাওমি। এই লিস্টে থাকা ডিভাইসগুলি শাওমির কোনও এমআইইউআই আপডেট বা অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাবে না। গিজমো চায়নার রিপোর্ট অনুসারে, এই লিস্টে অন্তর্ভুক্ত হওয়া ফোনগুলি হল Redmi Note 11 SE, Redmi Note 11S 5G, Redmi Note 11S, Redmi Note 11 5G, Redmi Note 11, Redmi 10C, Redmi 10 2022, Poco X4 Pro 5G এবং Poco M4 Pro।

WhatsApp Community Join Now

আরও পড়ুনঃ এক চার্জে ২ দিন চলবে, Samsung এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G ফোনে ৮০০০ টাকা ছাড়

এই স্মার্টফোনগুলি আর জরুরি সিকিউরিটি আপডেট পাবে না। উপরন্তু, কোম্পানি এগুলির জন্য কোনো নতুন ফিচার রোল আউট করবে না। ফলে কিছুদিন পর থেকে এসব ফোনের সুরক্ষা ও নিরাপত্তা আর আগের মতো থাকবে না, ফলে সহজেই হ্যাক হতে পারে।

আপনি যদি উল্লেখিত ডিভাইসগুলির কোনো একটি ব্যবহার করে থাকেন, তবে আপনার উচিত ডিভাইসটি পরিবর্তন করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করা। তবে, যদি সিকিউরিটি আপনার অগ্রাধিকার না হয় তবে আপনি এই হ্যান্ডসেটগুলি ব্যবহার করে যেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন