মোবাইল

দমদার পারফরম্যান্সের সাথে আসছে Realme GT 7 Pro এর রেসিং এডিশন, বড় ব্যাটারি সহ থাকবে ট্রিপল ক্যামেরা

Published on:

Realme GT 7 Pro Racing Edition Spotted Tenaa

রিয়েলমি শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 Pro এর রেসিং এডিশন লঞ্চ করতে চলেছে। চলতি মাসেই এই বিশেষ ভার্সনটি বাজারে আনতে পারে রিয়েলমি। গত মাসে কোম্পানি ভারতের বাজারে এই ফোনের স্ট্যান্ডার্ড এডিশন লঞ্চ করেছিল। এখন রিয়েলমি এর রেসিং এডিশন টিজ করতে শুরু করেছে। Realme GT 7 Pro Racing Edition -কে সম্প্রতি TENAA-তেও দেখা গেছে।

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবো’তে রিয়েলমি নিশ্চিত করেছে যে রেসিং এডিশন চীনের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তবে এই ভ্যারিয়েন্ট ভারত বা বিশ্ব বাজারে আসবে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। উইবো পোস্ট সম্পর্কে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জু কিউ বলেছেন, আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

Realme GT 7 Pro Racing Edition Spotted

Realme GT 7 Pro Racing Edition এই ফিচারের সাথে আসবে

রিয়েলমি জিটি ৭ প্রো এডিশন টেনা সার্টিফিকেশন সাইটে RMX5090 মডেল নম্বর তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে জানা গেছে, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ১৬ জিবি র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এই স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। রিয়েলমির এই ডিভাইসে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে।

আরও পড়ুনঃ DSLR এর মতো ছবি তুলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা এই ৬ সস্তা ফোন

রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই রিয়েলমি ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। রিয়েলমির এই বিশেষ এডিশন ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি র‌্যামের সাথে লঞ্চ হতে পারে। আর এতে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন