মুখ্য সংবাদ

Aadhaar Authentication Portal: আধার নিয়মে পরিবর্তন, নতুন পোর্টাল আনছে কেন্দ্র, বিস্তারিত জেনে নিন

Published on:

New-AadhAar Authentication Portal for kyc launching soon

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আগামী সপ্তাহে একটি নতুন আধার প্রমাণীকরণ পোর্টাল চালু করতে চলেছে। এই পোর্টালের উদ্দেশ্য, ব্যবসা এবং সরকারি সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় প্রমাণীকরণ আরও সহজ করা। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ৩১ জানুয়ারি আধার প্রমাণীকরণ (সমাজকল্যাণ, উদ্ভাবন, জ্ঞান) সংশোধনী বিধি, ২০২৫ ঘোষণা করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংশোধনী বিধির মাধ্যমে, সরকারি পরিষেবার পাশাপাশি ই-কমার্স, ভ্রমণ, ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং আতিথেয়তার মতো বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির জন্য আধার প্রমাণীকরণ পরিষেবা পাওয়া যাবে। ইতিমধ্যে ১৪১ কোটি নাগরিককে আধার নম্বর প্রদান করেছে UIDAI এবং এখনও পর্যন্ত ১৪,০০০ কোটিরও বেশি প্রমাণীকরণ লেনদেন হয়েছে। বর্তমানে, ৫৫০টিরও বেশি সংস্থা, যার মধ্যে ২৩০টিরও বেশি ব্যাংকিং এবং আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত, আধার প্রমাণীকরণ ব্যবহার করছে।

WhatsApp Community Join Now

কীভাবে কাজ করবে এই পোর্টাল?

নতুন আধার পোর্টালটি ব্যবসা এবং সরকারি সংস্থাগুলিকে তাদের ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে উপস্থাপন করে, আধার প্রমাণীকরণের জন্য আবেদন করার সুযোগ দেবে। UIDAI এই আবেদনগুলি মূল্যায়ন করবে এবং সুপারিশ করবে। যার পরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদিত হলে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাটিকে অবহিত করবে, যাতে তারা আধার প্রমাণীকরণ পরিষেবাগুলি ব্যবহার করতে পারে।

আরও পড়ুনঃ ChatGPT, DeepSeek দেশবাসীর জন্য বিপজ্জনক, AI টুল নিষিদ্ধ করার আদেশ অর্থ মন্ত্রকের

এদিন, মুম্বাইয়ে ভারত ফিনটেক সামিটে, UIDAI-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল মনীশ ভরদ্বাজ বলেন, আধার প্রমাণীকরণ সম্প্রসারণ গ্রাহক যাচাইকরণকে উন্নত করতে পারে, জালিয়াতি কমাতে পারে এবং ডিজিটাল অনবোর্ডিংকে সহজ করে তুলতে পারে। তিনি উল্লেখ করেন যে, বিএফএসআই সেক্টর ইতিমধ্যেই আধার-ভিত্তিক ই-কেওয়াইসি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধাগুলি পেতে শুরু করেছে এবং এখন অন্যান্য শিল্পও নিরাপত্তা এবং দক্ষতা বাড়াতে এই পরিষেবার দিকে ঝুঁকতে শুরু করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন