অনেক গ্রাহক প্রিপেড প্ল্যানের পরিবর্তে পোস্টপেড প্ল্যান ব্যবহার করেন। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া ৫০০ টাকারও কম দামে একাধিক পোস্টপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি গ্রাহকদের আনলিমিটেড কল ও ডেটা পরিষেবা দেয়। এখানে আমরা আপনাকে Jio, Airtel এবং Vi এর সবচেয়ে সস্তা পোস্টপেড প্ল্যানগুলি সম্পর্কে বলবো, যাদের দাম ৩৪৮ টাকা থেকে শুরু হচ্ছে।
জিও-র সবচেয়ে সস্তা পোস্টপেড প্ল্যান
জিও-র সবচেয়ে সস্তা পোস্টপেড প্ল্যানের দাম ৩৪৯ টাকা। এই প্ল্যানটি শুধুমাত্র একজন ইউজারের জন্য। এখানে গ্রাহকদের ৩০ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও, ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। আনলিমিটেড ৫জি ডেটাও এই প্ল্যানে অন্তর্ভুক্ত আছে। এখানে অতিরিক্ত সুবিধার মধ্যে আছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন।
এয়ারটেলের সবচেয়ে সস্তা পোস্টপেড মোবাইল প্ল্যান
এয়ারটেলের সবচেয়ে সস্তা পোস্টপেড প্ল্যানের দাম ৪৪৯ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ এসএমএস, ৫০ জিবি ডেটা এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ব্লু রিবন ব্যাগ কভারেজ এবং অ্যাপোলো ২৪/৭ সার্কেল। এছাড়াও থাকছে আনলিমিটেড 5G ডেটা।
ভোডাফোন আইডিয়ার সস্তার পোস্টপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার সবচেয়ে সস্তা পোস্টপেড প্ল্যানের মূল্য ৪৫১ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ৩০০০ এসএমএস / মাস এবং ৫০ জিবি ডেটা সহ রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানে ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যাবে। অতিরিক্তভাবে, ব্যবহারকারীরা এই প্ল্যানে নিম্নলিখিত সুবিধাগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন:
Vi Movies and TV এর ৩ মাস, Disney+ Hotstar এর ১ বছরের মোবাইল সাবস্ক্রিপশন, SonyLIV মোবাইল ৩৬০ দিন, SunNXT ১ বছর, EaseMyTrip ১ বছরের জন্য এবং Norton মোবাইল সিকিউরিটি ১ বছরের জন্য পাওয়া যাবে।