মোবাইল

6,000mah ব্যাটারির বাজেট গেমিং ফোন আনছে Realme, এই তারিখে ভারতে লঞ্চ

Published on:

realme p3 pro launch date specs features flipkart

Realme আনুষ্ঠানিকভাবে ভারতে Realme P3 Pro এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই স্মার্টফোনটি Snapdragon 7s Gen 3 চিপে চলবে বলে নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে। রিয়েলমি তাদের নতুন ফোনের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সর্ম্পকেও তথ্য প্রকাশ করেছে। এতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য AI পরিচালিত GT বুস্ট গেমিং প্রযুক্তি থাকবে। ব্র্যান্ডের অনলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Realme P3 Pro।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, পি৩ প্রো ভারতে ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় লঞ্চ হবে। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে। সংস্থার দাবি, রিয়েলমি পি৩ প্রো সেগমেন্টের প্রথম হ্যান্ডসেট যেখানে টিএসএমসি প্রক্রিয়ার উপর ভিত্তি করে ৪ ন্যানোমিটার চিপসেট ব্যবহার হচ্ছে।

WhatsApp Community Join Now

ওই স্ন্যাপড্রাগন প্রসেসর তার পূর্বসূরীর তুলনায় ২০ শতাংশ বেশি সিপিইউ পারফরম্যান্স অফার করবে। আবার জিপিইউ ক্ষমতাও ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। Realme P3 Pro ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। কোয়াড কার্ভড এজফ্লো ডিসপ্লে ও ৬০৫০ মিমি স্কোয়ার মিমি ভিসি কুলিং এরিয়া সহ এরোস্পেস গ্রেড ভিসি কুলিং সিস্টেম থাকবে এতে।

আরও পড়ুনঃ সস্তা ফোনেও এবার 24 জিবি র‍্যাম, নজির গড়ে বাজারে আসতে চলেছে Realme C75x

ফোনে রিয়েলমির নেক্সট AI ফিচার্সও পাওয়া যাবে৷ আবার গেমিংয়ের জন্য, ক্রাফ্টনের সাথে যৌথভাবে তৈরি জিটি বুস্ট প্রযুক্তি থাকবে। বিজিএমআই খেলার জন্য একে সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি বলে দাবি করা হচ্ছে। ফোনের অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে থাকবে ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও ২৪ মিমি ফোকাল লেংথ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন