মোবাইল

ভ্যালেন্টাইনস ডে এর আগে সস্তা হল Flip Phone, এই তিন মডেলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট

Published on:

Motorola samsung tecno flip smartphones on huge discounts ahead of valentines day

ফেব্রুয়ারি মাসটি আদতে প্রেমিক-প্রেমিকাদের বলে ধরা হয়। রাত পোহালেই ভ্যালেন্টাইনস উইক। এই সময় উপহার দেওয়া এবং নেওয়ার চল রয়েছে সারা বিশ্বে। আপনিও যদি ভ্যালেন্টাইনস উইকে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একটি স্টাইলিশ ফ্লিপ ফোন খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। আসলে অ্যামাজনে ফ্লিপ ফোনগুলি এখন ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে। ফলে অনেকটাই কম দামে ডিভাইসগুলি কেনা যাবে।

Motorola Razr 50

মোটোরোলা রাজর ৫০ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে‌ ডিসকাউন্টের পর ৫৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আরও ৫,৫০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। এই ফোনে ৬.৯ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং ৩.৬ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে আছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফ্লিপ ফোনটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে।

WhatsApp Community Join Now

Samsung Galaxy Z Flip 5

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সর্বনিন্ম ইএমআই শুরু হবে ২,৯০১ টাকা থেকে। এই ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ৩.৪ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৩৭০০ এমএএইচ ব্যাটারি।

TECNO Phantom V Flip 5G

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর ইএমআই শুরু হয়েছে ১২৬০ টাকা থেকে। এই ফোনে আছে ৬.৯ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ১.৩২ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসরে চলে এবং ফটোগ্রাফির জন্য আছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন