অনেকেই এন্টারটেইনমেন্টের জন্য নতুন স্মার্ট টিভি কিনতে চান, তবে বেশি টাকা খরচের ভয়ে পিছিয়ে আসেন। যদিও আপনি এখন কম দামেও স্মার্ট টিভি কিনতে পারবেন। অ্যামাজনে দামী দামী টিভির উপর ছাড় এবং অফার দেওয়া হচ্ছে। আর এই টিভিগুলিতে ফ্রেমলেস ডিজাইন এবং অসংখ্য ফিচার পাওয়া যাবে। অ্যামাজন থেকে ১০,০০০ টাকারও কম দামে এগুলি অর্ডার করতে পারবেন। আসুন ৩টি সেরা বিকল্পের বিষয়ে জেনে নেওয়া যাক।
VW Android Smart TV
ভক্সওয়াগনের এই স্মার্ট টিভিতে আছে ৩২ ইঞ্চি স্ক্রিন সাইজ এবং দারুণ সব ফিচার। ১০,০০০ টাকার নিচে আসা এই টিভিটির দাম মাত্র ৭,০৯৯ টাকা। এটি একটি ফ্রেমলেস সিরিজের এইচডি রেডি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি (ভিডাব্লু 32 এস) মডেল। এই টিভিতে ৫৮ শতাংশ ছাড় পাওয়া যাবে। কোম্পানি এই স্মার্ট টিভির সাথে ১,৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দিচ্ছে এবং এতে ২০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।
আরও পড়ুনঃ এক অ্যাপেই দেখতে পাবেন ২৪টি OTT অ্যাপ ও ৩০০টি টিভি চ্যানেল, এক্ষুনি ডাউনলোড করুন
Kodak Special Edition Series HD Ready Smart TV
কোডাক স্মার্ট টিভিটি (32SE5001BL) ৫৩ শতাংশ ছাড় সহ অ্যামাজনে তালিকাভুক্ত হয়েছে, যার পর এটি ৮,৪৯৯ টাকায় কেনা যাবে। পূর্ববর্তী ভক্সওয়াগন স্মার্ট টিভির মতো, এই টিভিটি ১,৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এতে ৩২ ইঞ্চি স্ক্রিন সাইজ এবং ২০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।
Foxsky Smart LED TV
ফক্সস্কি ব্র্যান্ডের এইচডি রেডি স্মার্ট টিভিটি দুর্দান্ত ফিচার সহ এসেছে। ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ১,৭৫০ টাকা ছাড়ে এটি ৭,৬৯৯ টাকায় কেনা যাবে। এই টিভিতে ৩২ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এতে স্মার্ট ফিচার সহ স্মুথ ইউআই উপস্থিত। এতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ডিজনি + হটস্টারের মতো ওটিটি অ্যাপ সাপোর্ট করে।