অনেক গ্রাহক বারবার মোবাইল ফোন রিচার্জ করতে পছন্দ করেন না। অর্থাৎ তালা দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজ করেন। এই কারণে Jio, Airtel এবং Vi লম্বা ভ্যালিডিটির বেশ কয়েকটি দুর্দান্ত প্ল্যান অফার করে। দীর্ঘ ভ্যালিডিটি সহ এই প্ল্যানগুলিতে প্রচুর দৈনিক ডেটা এবং ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা জিও, এয়ারটেল ও ভিআই এর ৮৪ দিনের দুর্দান্ত কয়েকটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আমরা আলোচনা করবো।
জিও-র ৯৪৯ প্ল্যান
রিলায়েন্স জিও গ্রাহকরা ৯৪৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। ব্যবহারকারীরা এখন প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। সাথে ডিজনি + হটস্টার মোবাইলের তিন মাসের সাবস্ক্রিপশন অফার করা হবে এবং জিও অ্যাপগুলি (জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড) বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
এয়ারটেলের ১০২৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল ব্যবহারকারীরা ১০২৯ টাকার রিচার্জ প্ল্যানে ওটিটি বেনিফিটের সাথে ৮৪ দিনের বৈধতা, ২ জিবি দৈনিক ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পান। এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধাও আছে। আবার যোগ্য গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G ডেটা। এখানে ডিজনি + হটস্টার মোবাইলের তিন মাসের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ আগে ১ জিবি ডেটার দাম ছিল ২৭০ টাকা, এখন ১০ টাকার কম, কেন্দ্রের প্রশংসায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোডাফোন আইডিয়া (Vi) এর ৯৯৪ টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi ৯৯৪ টাকার প্ল্যানে এয়ারটেলের মতো সুবিধা দেয়। অর্থাৎ এখানে ৮৪ দিন ধরে রোজ ২ জিবি ডেটা পাওয়া যায়। ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন এবং তাদের প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হয়। এতেও ডিজনি + হটস্টার মোবাইলের তিন মাসের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত আছে।
এর পাশাপাশি ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর মতো সুবিধাও আছে। উপরন্তু, ব্যবহারকারীরা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।