মোবাইল

ফ্লাট ১৫ হাজার টাকা ডিসকাউন্ট, Realme-র সবচেয়ে সেরা স্মার্টফোন অবিশ্বাস্য কম দামে

Published on:

Realme-gt-7-pro-on-flipkart-valentines-sale-huge discount offer

আজ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। এইসময় ই-কমার্স সাইটগুলো সেল নিয়ে হাজির হয়েছে। স্মার্টফোনের সাথে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি বাম্পার ডিসকাউন্টে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে Realme Valentine’s Day সেলের লাভ ওঠাতে পারেন। এই সেলে অ্যামাজন থেকে অনেক কম দামে কিনতে পারবেন Realme GT 7 Pro 5G স্মার্টফোন। এর সাথে আকর্ষণীয় অফার পাওয়া যাবে।

Realme GT 7 Pro 5G এর ভারতে দাম ও ডিসকাউন্ট অফার

WhatsApp Community Join Now

রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৬৯,৪৯৯ টাকা। তবে অ্যামাজনে ২১ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ের পর এটি ৫৪,৯৯৮ টাকায় কেনা যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে, যেখানে পুরানো ফোন বদলে সর্বোচ্চ ২২,৮০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

ব্যাঙ্ক অফারের বিষয়ে বললে, রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি কেনার সময় ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। ৩,০০০ টাকা ডিসকাউন্ট আছে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে। এর সাথে অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,৬৪৯ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর নো কস্ট ইএমআই শুরু হবে ২,৬৬৬ টাকা থেকে।

Realme GT 7 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমির এই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০০ নিটস পিক ব্রাইটনেস ও এইচডিআর সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট দ্বারা চালিত, যা দুর্দান্ত পারফরম্যান্স দেবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুনঃ ৭ হাজার টাকা ছাড়, জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Nothing Phone বিরাট সস্তায়

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল আইএমএক্স৯০৬ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৫,৮০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন