Jio, Airtel, Vodafone Idea (Vi) এবং BSNL সিম যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর। আপনার যদি নেটওয়ার্ক না থাকে তাহলেও করা যাবে কলিং। কোনও নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়াই বিনামূল্যে কলিং করতে পারবেন। তবে এর জন্য আপনার দরকার পড়বে ব্রডব্যান্ড কানেকশন ও ওয়াইফাই কলিং। বর্তমানে, প্রায় সব স্মার্টফোনেই ওয়াইফাই কলিং বৈশিষ্ট্য থাকে। এর মাধ্যমেই কাজ হাসিল করতে পারবেন।
লাগবে না নেটওয়ার্ক : এই পদ্ধতি মেনে চলুন
আজকাল বেশিরভাগ আধুনিক স্মার্টফোনেই ওয়াইফাই কলিং ফিচার উপস্থিত থাকে, যার ফলে ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। অর্থাৎ, আপনার এলাকায় নেটওয়ার্ক কানেক্টিভিটি খারাপ হলেও, যতক্ষণ আপনার বাড়িতে ওয়াইফাই কানেকশন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি কল করা চালিয়ে যেতে পারবেন।
স্মার্টফোনে যে ভাবে ওয়াইফাই কলিং চালু করবেন –
অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে সেটিংস খুলুন।
তারপর নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেটিংসে যান।
এখানে সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক সিলেক্ট করুন।
কল করার জন্য আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন তা সিলেক্ট করুন।
নীচে স্ক্রল করুন এবং ওয়াইফাই কলিং টগলটি খুঁজুন।
ওয়াইফাই কলিং সক্ষম করতে বাটনে ট্যাপ করুন।
আরও পড়ুনঃ ৮৪ দিনের সেরা রিচার্জ প্ল্যান, রোজ ২ জিবি ইন্টারনেট ও কল সহ OTT সাবস্ক্রিপশন
একবার এই ফিচারটি সক্রিয় হয়ে গেলে, আপনার ডিভাইসে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা উপলব্ধ না থাকলেও, স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে কলের জন্য ওয়াইফাই ব্যবহার করতে পারবে। এখন প্রতিটি স্মার্টফোনেই উপলব্ধ ওয়াইফাই কলিং বৈশিষ্ট্যে।