অটোকার

স্টাইল ও মাইলেজের দুর্দান্ত মিশ্রণ, Hero Passion Xtec সস্তায় দুর্দান্ত বিকল্প তরুণ রাইডারদের জন্য

Published on:

hero-passion-xtec-powerful-engine-over-60-kmpl-mileage-affordable-bike

কম দামি বাইকের মধ্যে বিকল্প অনেক পাবেন। তার মধ্যে যদি কোনও বাইক দুর্দান্ত পারফরম্যান্স এবং উচ্চ মাইলেজ দিয়ে থাকে তাহলে সেটি একটু বেশি আকর্ষিত করে। তেমনই উদ্দেশ্য নিয়ে বাজারে একটি নতুন মোটরসাইকেল এনেছে হিরো, যার দাম খুবই সাশ্রয়ী। আকর্ষণীয় ডিজাইন, চমৎকার মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিন রয়েছে Hero Passion Xtec মোটরসাইকেলে।

ইঞ্জিন পারফরম্যান্স ও মাইলেজ

WhatsApp Community Join Now

বাইকে উপস্থিত একটি ১২৩.৬৯ সিসি ইঞ্জিন, সঙ্গে মিলবে ডুয়াল-চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং (ABS) সিস্টেম রয়েছে। এই বৈশিষ্ট্য সাধারণত প্রিমিয়াম বাইকগুলোতে পাওয়া যায়। Hero Passion Xtec এ ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে। বাইকের ইঞ্জিন সর্বোচ্চ ১৫.৯৭ হর্সপাওয়ার এবং ১২.৯০ এনএম টর্ক তৈরি করতে পারে। এটি প্রতি লিটার পেট্রলে প্রায় ৬১ থেকে ৬৩ কিলোমিটার মাইলেজ প্রদান করে।

ডিজাইন ও ফিচার্স

হিরো প্যাশন এক্সটেক একাধিক শক্তিশালী এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি একটি মোটরসাইকেল। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপ মিটারের মতো প্রয়োজনীয় ফিচার্স। মিলবে ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার। একটি ৪.৭৯ ইঞ্চি এলইডি স্ক্রিন রয়েছে, যা গতি এবং মাইলেজ-সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। অন্যদিকে বাড়তি সুবিধার জন্য একটি মোবাইল চার্জিং পোর্টও পাওয়া যাবে। হিরো প্যাশন এক্সটেকের মোট ওজন ১১৩ কেজি।

আরও পড়ুনঃ চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

বাইকের দাম

Hero Passion Xtex এর দাম ৮২,৬৩৮ টাকা (এক্স-শোরুম)। বিভিন্ন ব্যাংক অফারের অধীনে বাইকের উপর ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন