মোবাইল

Smartphones: ২২ মিনিটে ফুল চার্জ, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্টের সেরা ৬ স্মার্টফোন দেখে নিন

Published on:

Big battery fast charging smartphones of 2025 full charge in just 22 minutes

স্মার্টফোন এখন এমন একটি ডিভাইস হয়ে উঠেছে যা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজন হয়। ফলে দীর্ঘ সময় ধরে ফোন সচল থাকা খুব জরুরি। এই কারণে ব্র্যান্ডগুলি এখন নতুন স্মার্টফোনে বড় ব্যাটারি সহ ফাস্ট চার্জিং প্রযুক্তি দিচ্ছে। আপনিও যদি এই ধরনের কোনো ডিভাইস খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসা স্মার্টফোনগুলির বিষয়ে জানাবো।

OnePlus 13

ওয়ানপ্লাস এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রায় ৩০ মিনিটে শূন্য থেকে ফুল চার্জ হতে পারে এই ফোনটি। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ১০ হাজার টাকার কমে আসছে Samsung Galaxy F06, লঞ্চের আগেই ডিজাইন ও দাম ফাঁস

Motorola Edge 50 Ultra

১১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে মোটোরোলার এই ফোনটি, যা মাত্র ২৮ মিনিটে ব্যাটারিকে শূন্য থেকে ফুল চার্জ করতে পারে। এই ডিভাইসে রয়েছে ৪৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy F16 5G, দাম ১৫ হাজার টাকার কমে

Honor 200 Pro

অনার-এর এই ফোনে দুর্দান্ত ক্যামেরা সহ ১০০ ওয়াটে ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা ব্যাটারিকে মাত্র ৪৫ মিনিটেই শূন্য থেকে ফুল চার্জ করবে। এতে ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি বড় ৫২০০ এমএএইচ ব্যাটারি সহ আসে।

Realme GT 7 Pro

আপনি যদি দ্রুত চার্জিংয়ের সাথে দীর্ঘ ব্যাটারি লাইফ চান তবে আপনার এই ডিভাইসটি বেছে নেওয়া উচিত। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এর ব্যাটারি। এই ডিভাইসের গ্লোবাল ভার্সনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি আছে, অন্যদিকে ভারতীয় ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুনঃ সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart

Vivo X Fold 3 Pro

এই ফোল্ডেবল স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং মাত্র ৩৩ মিনিটে শূন্য থেকে ফুল চার্জ হয়ে যাবে। এটি বড় ৫৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে।

iQOO 13

আইকোর স্মার্টফোনটি মাত্র ২২ মিনিটের মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যায় এবং এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।