২০২৫ সালের প্রথম iPhone সময়ের আগেই বাজার চলতে আসতে পারে। শুনলে অবাক হবেন যে সেটা আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে। Apple iPhone 17 সিরিজের কথা বলছি না কিন্তু, নতুন iPhone SE মার্চ মাসেই প্রকাশ হবে বলে দাবি করেছে সংবাদসংস্থা ব্লুমবার্গ। আগের জেনারেশনের iPhone SE (3) লঞ্চ হয়েছিল সেই ২০২২ সালে। ফলে অ্যাপলের বাজেট আইফোনে প্রয়োজনীয় মেকওভার বাকি থেকে গিয়েছে।
Apple iPhone SE 4 এর দাম কত হতে পারে
আইফোন এসই ৪ এর একটি গুরুত্বপূর্ণ সেলিং পয়েন্ট হবে দাম। দেখতে গেলে এই সিরিজের সর্বদাই সবথেকে বেশি অ্যাডভান্টেজ ছিল প্রাইস। ২০২২ সালে মুক্তি পাওয়া আইফোন এসই এর মূল্য ৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল। তবে এই বছর নতুন আইফোন এসই মডেলটির দাম কিছুটা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।
দেখতে কেমন হবে (ডিজাইন)
ইতিমধ্যেই জানা গিয়েছে যে ডিজাইনের দিক থেকে, iPhone SE 4 তার পূর্বসূরীদের থেকে আলাদা হবে। এতে প্রায় ৬.১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে থাকবে বলে খবর। যার অর্থ হল আর কোনও বেজেল বা হোম বোতাম থাকবে না। অর্থাৎ অবশেষে ফেস আইডি পাবে। তবে ডায়নামিক আইল্যান্ড নিয়ে এখন থেকেই উত্তেজিত হওয়ার কারণ নেই, কারণ অ্যাপল নচ ডিজাইন যুক্ত করতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।
স্পেসিফিকেশন ও ফিচার্স (সম্ভাব্য)
বাজেট আইফোনের পিছনে একটাই ক্যামেরা থাকবে। তবে এটি হাই-কোয়ালিটি সেন্সর হতে চলেছে। ফলে ব্যবহারকারীরা উচ্চমানের ছবি এবং ভিডিও তুলতে পারবেন। আইফোন এসই ৪ একটি ৪৮-মেগাপিক্সেল ক্যামেরা অফার করতে পারে, যা পূর্ববর্তী মডেলে ব্যবহৃত ১২-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের তুলনায় বিশাল আপগ্রেড।
আরও পড়ুনঃ একধাক্কায় বিশাল সস্তা হল Realme-র দুর্দান্ত স্মার্টফোন, মিলছে 3 হাজার টাকা ডিসকাউন্ট
এছাড়া, iPhone SE 4 অ্যাপলের পাওয়ারফুল A18 চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে iPhone SE 4 একই চিপসেট ব্যবহার করতে পারে, যা বর্তমানে iPhone 16 সিরিজে রয়েছে।