এমজি মোটর ইন্ডিয়া ভারতে নতুন 2025 MG Astor লঞ্চ করেছে। এই SUV-র আপডেটেড সংস্করণের দাম ৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন মডেলটি নয়া ভ্যারিয়েন্ট, বেশি ফিচার্স, ও উন্নত সুরক্ষা ব্যবস্থা অফার করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই গাড়িতে ১২.৫ লক্ষ টাকার কম দামে একটি ট্রিমে প্যানোরামিক সানরুফ রয়েছে। ফলে উক্ত বৈশিষ্ট্যের অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি হয়ে উঠেছে নতুন MG Astor।
নতুন MG Astor পাঁচটি ভেরিয়েন্টে উপলব্ধ। স্প্রিন্ট ও শাইন ট্রিমের দাম যথাক্রমে দাম ৯.৯৯ লক্ষ টাকা ও ১২.৪৭ লক্ষ টাকা। সিলেক্টের ও শার্প প্রো কিনতে খরচ হবে যথাক্রমে ১৩.৮১ লক্ষ টাকা ও ১৫.২ লক্ষ টাকা। এবং টপ-মডেল স্যাভি প্রোর দাম ১৭.৪৫ লক্ষ টাকা (আইভরি) এবং ১৭.৫৫ লক্ষ টাকা (সাঙ্গারিয়া রেড)। শাইন ভেরিয়েন্ট প্যানোরামিক সানরুফ ও ৬-স্পিকার সাউন্ড সিস্টেম পেয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে, নতুন এমজি অ্যাস্টর অপরিবর্তিত থাকছে। প্রথমটি হল ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন যা থেকে ১১০ পিএস পাওয়ার ও ১৪৪ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ফাইভ স্পিড ম্যানুয়াল ও সিভিটি অটোমেটিক গিয়ারবক্স অপশনে কেনা যাবে। অন্যটি হল ১.৩ লিটার টার্বো-পেট্রল ইঞ্জিন, যার পাওয়ার আউটপুট ১৪০ পিএস ও ২২০ এনএম টর্ক। এতে সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স রয়েছে।
নতুন ভার্সনে অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সিক্স ওয়ে পাওয়ার-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচার্স রয়েছে। আবার ইনফোটেইনমেন্ট সিস্টেমটি নতুন ইউজার ইন্টারফেস পেয়েছে। আশির বেশি কানেক্টেড কার টেকনোলজি অফার করে এটি।
এছাড়া, সেফটির দিক থেকে 2025 MG Astor ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা অফার করে। উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থাও (ADAS) রয়েছে, যার মধ্যে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং এবং লেন-কিপিং/ডিপার্চার অ্যাসিস্ট বর্তমান।