Redmi Turbo 4 গত মাসে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে Dimensity 8400 Ultra প্রসেসর রয়েছে। আবার ইতিমধ্যেই ফোনটির আরও উন্নত সংস্করণের উপর রেডমি কাজ চালু করে দিয়েছে বলে খবর সামনে এসেছে। এটি Redmi 4 Pro নামে আসবে এবং এতে আরও পাওয়ারফুল Qualcomm Snapdragon প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে। চলুন জেনে নিই, রেডমির নতুন ফোনে কী কী চমক থাকতে চলেছে।
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ থাকা নতুন মিড-রেঞ্জ ফোনটি Redmi Turbo 4 Pro বলেই জানা যাচ্ছে। এতে Qulacomm 8s Elite প্রসেসর থাকার দাবি করা হয়েছে। এটি একটি নতুন চিপসেট এবং চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রকাশ হতে পারে। এই প্রসেসরে উন্নত সিপিইউ আর্কিটেকচার এবং Adreno জিপিইউ রয়েছে।
বেঞ্চমার্ক টেস্ট নয়া স্ন্যাপড্রাগন চিপসেটের শক্তিশালী মাল্টি-কোর পারফরম্যান্স নির্দেশ করছে। এটি মিড থেকে হাই-এন্ড ফোনের জন্য দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। ফোনটিতে ৭,৪১০ এমএএইচ রেটেড ব্যাটারি (সাধারণ ক্ষমতা ৭,৫০০ এমএএইচ) থাকার সম্ভাবনা আছে। খবর সঠিক হলে, এটি রেডমির মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি হবে। ডিভাইসটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।
অন্যান্য প্রতিবেদনে ইঙ্গিত, Redmi Turbo 4 Pro মডেলে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫কে রেজোলিউশন সমর্থন করবে। ফোনটিতে শর্ট-ফোকাস অপটিক্যাল-টাইপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স মিলতে পারে। এছাড়া, IP68 রেটিং ফোনকে জল ও ধুলো থেকে রক্ষা করবে।