আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে, আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের বায়োমেট্রিক এবং উল্লেখযোগ্য তথ্য বহন করে। যে কারণে এই কার্ড শুধু পরিচয়পত্র হিসাবে নয়, নানা কাজে ব্যবহার করা হয়। বাড়ি বসে মোবাইলে এই কার্ডের সঙ্গে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন সেই পদ্ধতি জেনে নিন।
আধার কার্ড – রেশন কার্ড লিঙ্ক
আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) ওয়েবসাইট সার্চ করুন। আধার লিঙ্ক করার জন্য সংশ্লিষ্ট বিভাগের জন্য আপনার শংসাপত্র ব্যবহার করে লগ ইন করতে হবে।
লগ ইন করার পরে, আপনার আধারকে আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করার অপশনটি সিলেক্ট করতে হবে। এবার আপনাকে আপনার আধার এবং রেশন কার্ড নম্বর উভয়ের বিশদ বিবরণ দিতে হবে।
প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর, আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
একবার হয়ে গেলে, আপনি আপনার ফোনে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন, যা নির্দেশ করে যে আধার এবং রেশন কার্ড সংযোগ সফল হয়েছে।
উল্লেখ্য, মনে রাখতে হবে যে রেশন কার্ডে তালিকাভুক্ত সমস্ত পরিবারের সদস্যদের অবশ্যই তাদের আধার লিঙ্ক থাকা দরকার, যাতে রেশন সুবিধা গ্রহণে বাধা না হয়। সরকার বাধ্যতামূলক কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) যাচাইকরণও কার্যকর করেছে।
প্রসঙ্গত, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার পাশাপাশি, UIDAI আধার কার্ডে অনলাইনে নাম, ঠিকানা বা জন্ম তারিখের মতো ব্যক্তিগত বিবরণ বিনামূল্যে আপডেট করার কথা জানিয়েছে। এই সুবিধাটি, ১৪ ডিসেম্বর, ২০২৪-এ শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি তা বাড়িয়ে ১৪ জুন, ২০২৫ পর্যন্ত করা হয়েছে।