Reallme GT 7 Pro Racing Edition স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ অবশেষে প্রকাশ হয়েছে। তরুণ গেমারদের জন্য একটি হাই-পারফরম্যান্স ফোন হতে চলেছে এটি। বিদ্যমান Realme GT 7 Pro-র ডাউনগ্রেড ভার্সন হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। আবার এও শোনা যাচ্ছে যে OnePlus Ace 5 Pro-কে টপকে Snapdragon 8 Elite চিপসেটের সবচেয়ে সস্তা ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে নতুন মডেলটি।
রিয়েলমি তাদের অফিসিয়াল পোস্টারে ডিভাইসটির ডিজাইন ও কালার অপশনগুলি প্রকাশ করেছে। এটি ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ স্থানীয় সময় সকাল ১০টায় লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। Realme GT 7 Pro Racing এডিশনের স্টার ট্রেইল টাইটানিয়াম ভেরিয়েন্ট গ্রে/ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ হবে, যেখানে নেপচুন এক্সপ্লোরেশন সংস্করণে ভাইব্রান্ট ব্লু গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনের অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও অজানা। তবে বিভিন্ন লিক ও সার্টিফিকেশন লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এতে ১.৫কে রেজোলিউশন-সহ ৬.৭৮ ইঞ্চি, ৮টি এলটিপিও ডিসপ্লে থাকবে বলে দাবি করা হচ্ছে। ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে।
ডিভাইসটিকে শক্তি সরবরাহ করবে কোয়ারকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ফাঁস হওয়া আনটুটু স্কোরের স্ক্রিনশটে এটি ৩ মিলিয়নেরও বেশি পয়েন্ট অর্জন করেছে। ফোনটি ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলতে পারে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।