টেলিকম

২০২৫ সালে আর রিচার্জ করতে হবে না, Jio, Airtel, Vi ও BSNL গ্রাহকদের জন্য সেরা প্ল্যান

Published on:

Jio vi airtel bsnl yearly annual most expensive recharge plans

Jio, Airtel, Vi ও BSNL তাদের গ্রাহকদের জন্য সল্প মেয়াদী রিচার্জ প্ল্যানের পাশাপাশি বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করে। যারা ঘনঘন রিচার্জ করতে চান না তাদের জন্য এগুলি সেরা বিকল্প। এইসব রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা সহ এসএমএস বেনিফিট পাওয়া যায়। কিছু প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হয়। আসুন Jio, Airtel, Vi ও BSNL এর কয়েকটি বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধা দেখে নেওয়া যাক।

জিও ৩৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল করার সাথে সাথে প্রতিদিন ১০০টি এসএমএস এবং রোজ ২.৫ জিবি ডেটা পাবেন। এখানে আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করা যাবে। এর সাথে ফান কোড সাবস্ক্রিপশন, জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের মতো অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত আছে।

এয়ারটেলের ৩,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল করার সাথে সাথে প্রত্যহ ১০০টি এসএমএস এবং রোজ ২.৫ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। সাথে ডিজনি প্লাস হটস্টার মোবাইলের ১ বছরের সাবস্ক্রিপশন, স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনের মতো সুবিধা পাওয়া যাবে।

ভোডাফোন আইডিয়ার ৩৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

ভিআই এর এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ৭৩০ জিবি) পাবেন। এর সাথে এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, অর্ধ-দিবস (রাত ১২টা থেকে দিন ১২টা) আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর মতো সুবিধাও রয়েছে এখানে।

বিএসএনএল এর ২৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি ডেটা (মোট ১০৯৫ জিবি) পাওয়া যাবে।