Oppo অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের Find N5 স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই ফোল্ডেবল ফোনটি ২০ ফেব্রুয়ারি চীনে প্রকাশ হবে বলে নিশ্চিত করা হয়েছে। দিনক্ষণ ঘোষণা ছাড়াও, সংস্থার তরফে নতুন মডেলটির ডিজাইন ও কালার অপশনগুলি প্রকাশ করা হয়েছে। ওপ্পো কোনও স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, এখন Find N5 এর “আবাউট ফোন” পেজের একটি ফাঁস হওয়া স্ক্রিনশট বেশ কিছু আকর্ষণীয় তথ্য সামনে এনেছে।
Oppo Find N5 স্পেসিফিকেশন
ওপ্পো ফাইন্ড এন৫ ফোল্ডেবলের ভিতরে ৮.১২ ইঞ্চি ইন্টার্নাল ডিসপ্লে থাকবে। তবে ফোনের বাহ্যিক স্ক্রিন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। ফোনটিকে শক্তি সরবরাহ করবে সাত কোরের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এই প্রসেসরের প্রথম হ্যান্ডসেট হতে চলেছে এটি।
ফাইন্ড এন৫ ফোনটি ১৬ জিবি র্যাম, ১২ জিবি ভার্চুয়াল র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করবে। ফাইন্ড এন৩-এ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি থাকলেও, এন৫-এ আরও পাওয়ারফুল ৫,৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে। এটি ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলে আশা করা যায়। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিন থাকবে।
Oppo Find N5-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকতে পারে — ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স ও ৫০ মেগাপিক্সেল সেন্সর, যা একটি ৩x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হওয়ার সম্ভাবনা। সেলফির জন্য, দুটি ৮-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। একটি বাইরের ডিসপ্লেতে দেখা যাবে এবং আরেকটি অভ্যন্তরীণ ফোল্ডেবল স্ক্রিনে।