ভিভো তাদের লোয়ার মিডরেঞ্জ টি-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সেই নয়া ফোনটির নাম Vivo T4x 5G। সংস্থা মুখ না খুললেও একটি সূত্র ডিভাইসটির লঞ্চ টাইমলাইন সহ ফিচার্স ফাঁস করেছে। জানিয়ে রাখি, এটি ২০২৪ সালের এপ্রিলে লঞ্চ হওয়া Vivo T3x 5G এর উত্তরসূরী হতে চলেছে।
Vivo T4x 5G লঞ্চ, ব্যাটারি, কালার অপশন
মাইস্মার্টপ্রাইসের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, Vivo T4x 5G ভারতে এপ্রিল মাসে লঞ্চ হবে। তবে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও অজানা। ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে এতে, যা এই সেগমেন্টে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বসূরী মডেলে থাকা ব্যাটারির ক্যাপাসিটি ছিল ৬,০০০ এমএএইচ। এটি প্রোন্টো পার্পল ও মেরিন ব্লু নামে দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে।
ফোনটিতে একটি ডায়নামিক লাইট (নোটিফিকেশন এলইডি) থাকবে যা নোটিফিকেশন আসলে জ্বলে উঠবে। প্রসঙ্গত, একইভাবে Vivo Y58 5G-এর ব্যাক ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ফ্ল্যাশের ঠিক নীচে একটি ডায়নামিক লাইট রয়েছে। নতুন মডেলটি কিনতে তার পূর্বসূরীর মতোই খরচ হবে বলে আশা করা হচ্ছে, যার প্রাথমিক দাম ১৫,০০০ টাকার মধ্যে ছিল।
জানিয়ে রাখি, Vivo T4x 5G জানুয়ারির শেষের দিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আবার গত বছর অক্টোবর মাসে IMEI-এর ডাটাবেসেও তালিকাভুক্ত হয়েছিল। এগুলি থেকে অবশ্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ হয়নি।