মোবাইল

Poco-র ভ্যালেন্টাইনস ডে সেল, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সাথে বাম্পার ছাড়

Published on:

Poco valentines day sale discount offer on 108mp camera Smartphones

স্মার্টফোন কোম্পানি Poco এবার ভ্যালেন্টাইনস ডে সেলের ঘোষণা করল। এই সেলে পোকোর লেটেস্ট স্মার্টফোনগুলি বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। বিশেষ করে Poco ‘M’ এবং ‘X’ সিরিজের ফোন কম দামে কেনা যাবে। আর পোকোর ভ্যালেন্টাইনস ডে সেল চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। আসুন এই সেলে কোন কোন পোকো ডিভাইস কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

POCO M6 Plus 5G

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৯ ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। ফটোগ্রাফির জন্য পিছনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ৫,০৩০ এমএএইচ ব্যাটারি। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর পোকো ভ্যালেন্টাইনস ডে সেলে ১০,২৪৯ টাকায় ডিভাইসটি কেনা যাবে।

POCO M7 Pro 5G

POCO M7 Pro 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। সঙ্গে থাকছে ডলবি অ্যাটমস স্পিকার। ক্যামেরার কথা বললে এতে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা উপস্থিত। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি। ফোনটি এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে ১৩,৪৯৯ টাকা দাম পড়বে।

POCO X7 5G

POCO X7 5G একটি বাজেট ফিচার-প্যাকড স্মার্টফোন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৬৭ ইঞ্চি ক্রিস্টাল ক্লিয়ার 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে। এর পিছনে ফটোগ্রাফির জন্য ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত। এছাড়াও দেওয়া হয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি। ভ্যালেন্টাইনস ডে সেল চলাকালীন এই ফোনটি ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে।

POCO X7 Pro 5G

POCO X7 Pro 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় ৬.৮৭-ইঞ্চি ক্রিস্টাল রেস 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল ওআইএস সহ প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। এই স্মার্টফোনে ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট হাইপারচার্জ সাপোর্ট করে। এই ব্যাঙ্ক কার্ড অফারের সাথে POCO X7 Pro 5G বিক্রি হচ্ছে ২৪,৯৯৯ টাকায়।