Jio এবং Airtel এর মধ্যে টেলিকম বাজারে তীব্র প্রতিযোগিতা চলে। আর এই লড়াইয়ের কারণে লাভবান হন গ্রাহকরা। উভয় সংস্থাই নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান অফার করে। আপনি যদি কম দামে প্রচুর ডেটা চান তাহলে ৩৯৯ টাকার জিও প্ল্যান বা ৪০৯ টাকার এয়ারটেল প্ল্যানের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। এই প্ল্যানগুলিতে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ফ্রি কলিংয়ের সুবিধা আছে।
এয়ারটেল ৪০৯ টাকার প্ল্যান জিও-র প্ল্যানের চেয়ে ১০ টাকা ব্যয়বহুল হলেও এখানে ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এদিকে, জিও গ্রাহকরা পাবেন জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেস। আসুন Jio ও Airtel এর এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জিও-র ৩৯৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের জন্য ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। আবার যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা অফার করে। এখানে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত আছে। এছাড়াও পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এদিকে এই প্ল্যানের অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন।
এয়ারটেলের ৪০৯ টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সাথে যোগ্য ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। আবার এখানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও মিলবে ৫ টাকা টকটাইম। প্ল্যানটি এয়ারটেল এক্সস্ট্রিম প্লের সাবস্ক্রিপশন অফার করে, যার মাধ্যমে সোনি লিভ এবং লায়ন্সগেট প্লে সহ ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ্লিকেশন বিনামূল্যে দেখা যাবে।