গাইড

অ্যাপলের নয়া চমক, একসঙ্গে আসছে iPhone SE 4, Macbook Air M4- সহ একাধিক প্রোডাক্ট

Published on:

Apple iphone se 4 macbook air m4 vision pro launch timeline price leaked

ঝুলি থেকে শীঘ্রই একের পর এক চমক বের করতে চলেছে Apple। লঞ্চ হতে চলেছে কোম্পানির সবথেকে সস্তা আইফোন মডেল iPhone SE 4 এবং অন্যতম সেরা হাই-পারফরম্যান্স ল্যাপটপ Macbook Air M4। এই লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্যাজেট-প্রেমীরা।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপলের লঞ্চ প্রক্রিয়া আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আগামী সপ্তাহগুলিতে প্রধান প্রোডাক্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। গুরম্যান বলেন, iPhone SE 4 আগামী সপ্তাহের প্রথম দিকে উন্মোচিত হতে পারে। যেখানে আজ একটি ছোট ঘোষণা করার আশা করা হচ্ছে। তারপর শুক্রবার অ্যাপল ভিশন প্রো সম্পর্কিত একটি আপডেট আসবে। এম৪ ম্যাকবুক এয়ারও কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

iPhone SE 4 : সম্ভাব্য ফিচার ও দাম

গুরম্যান জানিয়েছেন, অ্যাপল আগামী সপ্তাহে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচন করতে পারে। মডেলটিতে আইফোন ১৪-এর মতোই একটি ফ্ল্যাট-ফ্রেম এবং চকচকে কাচের পিছনে একটি আধুনিক ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। এতে অ্যাপল হোম বাটনটি সরিয়ে ফেস আইডি চালু করা হবে বলে আশা করা হচ্ছে, যা আইফোন ১৪-এর মতো। এটির সম্ভাব্য দাম ৪৪,৯০০ টাকা।

M4 Macbook Air

M4 প্রসেসর চালিত MacBook Pro মডেলগুলি প্রকাশের পর, অ্যাপল নতুন প্রজন্মের চিপ-সহ একটি আপডেটেড MacBook Air লঞ্চ করতে চলেছে। চিপ আপগ্রেডের পাশাপাশি, পরবর্তী প্রজন্মের MacBook Air-এর বেস ভ্যারিয়েন্টে ১৬ জিবি RAM থাকার সম্ভাবনা রয়েছে, যা MacBook Pro লাইন-আপে সাম্প্রতিক পরিবর্তনগুলির অনুরূপ। তবে, কোনও বড় ডিজাইন আপডেট আশা করা হচ্ছে না।

Vision Pro হেডসেট

অ্যাপল ভিশন প্রো হেডসেটের জন্য সনির প্লেস্টেশন ভিআর২ হ্যান্ড কন্ট্রোলারের সাপোর্ট ঘোষণা করতে পারে কোম্পানি। দুটি কোম্পানির মধ্যে একটি সম্ভাব্য অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে। এর ফলে পিএস ভিআর২ এর ডুয়াল কন্ট্রোলার এবং গেমের বিস্তৃত নির্বাচনে অ্যাপলের মিশ্র বাস্তবতা প্ল্যাটফর্মে আসতে পারে, যা গেমিং অভিজ্ঞতা আরও উন্নত করবে।